সারাদেশ

ই-সিগারেট উৎপাদন নিষিদ্ধের নির্দেশনায় সরকারের প্রতি বাংলাদেশ তামাক বিরোধী জোটের কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক

দেশে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENDS) উৎপাদনের অনুমতি না দেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)। সোমবার (২৯ জুলাই) এক প্রেস বিবৃতিতে সংগঠনটি এ সিদ্ধান্তকে জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের ‘একটি যুগান্তকারী পদক্ষেপ’ বলে উল্লেখ করে।

বিবৃতিতে বলা হয়, এই নির্দেশনার মাধ্যমে আমদানির পাশাপাশি দেশে ই-সিগারেট ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ উৎপাদনের পথও রুদ্ধ হলো। যা তরুণ সমাজের স্বাস্থ্য সুরক্ষা এবং সামগ্রিক জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক ড. আহমেদ উল্লাহ এফসিএমএ স্বাক্ষরিত এক নির্দেশনায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) ই-সিগারেট উৎপাদনের কোনো অনুমতি না দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বাটা বলছে, দেশের প্রায় এক-তৃতীয়াংশ জনসংখ্যা তরুণ, এবং এই শ্রেণির মধ্যে ই-সিগারেট ব্যবহারের হার উদ্বেগজনক হারে বাড়ছে। “তামাক কোম্পানিগুলো সিগারেটের বিকল্প হিসেবে ই-সিগারেটকে প্রচার করছে এবং কম ক্ষতিকর হিসেবে উপস্থাপন করছে, যা তরুণদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে ফেলছে।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ভারত ও হংকংসহ ৪২টি দেশ ই-সিগারেট নিষিদ্ধ করেছে এবং আরও ৫৬টি দেশ এর বিক্রয় ও বিপণনে বিধিনিষেধ আরোপ করেছে।

বাংলাদেশ সংবিধানের ১৮(১) অনুচ্ছেদ ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি রায়ের আলোকে তামাকজাত দ্রব্যের উৎপাদন ও সম্প্রসারণ রোধে রাষ্ট্রের ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেয় সংগঠনটি।

বাটা মনে করে, সরকারের এই সিদ্ধান্ত ‘তামাকমুক্ত বাংলাদেশ’ গড়ার জাতীয় লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ ধাপ। একই সঙ্গে নির্দেশনাটি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের হাতে খুন

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল...

নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে চারজন আটক 

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলার কাচিকাট...

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ কর...

বান্দরবানে জেলা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্...

ধোবাউড়ায় জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার(১৬ ডিসেম্বর )বিকাল ২টায় ধোবাউড়া মোহাম্মদিয...

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দিল কক্সবাজার জেলা প্রশাসন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও...

মনোহরদীতে মহান বিজয় দিবস উদযাপন

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় ও গৌরবময় দিন...

নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ প্রার্থী

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা