রাজধানীর উত্তরায় আলোচিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া হৃদয়বিদারক ট্র্যাজেডির ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে সামাজিক সংগঠন আমাদের উত্তরা ফাউন্ডেশন।
গত শুক্রবার উত্তরার শহীদ মীর মুগ্ধ মঞ্চে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন মুফতি রায়হান কাসেমী, যিনি দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি মর্মান্তিক এই ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করেন।
আমাদের উত্তরা ফাউন্ডেশনের সভাপতি বলেন, “এই ঘটনা শুধু একটি স্কুল নয়, গোটা সমাজকে নাড়া দিয়েছে। আমরা নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
সংগঠনটি ভবিষ্যতেও এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে। দোয়া শেষে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            