মৌলভীবাজার প্রতিনিধি
সারাদেশ

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

মৌলভীবাজার প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার আমাকে জেলে নেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে ৫৪টা মামলা ছিলো। এখনও অনেকটা ঝুলছে, এই নিয়ে আমি কোন পরোয়া করি না। শেষ বার আমাকে যখন ঢুকালো তখন চেয়েছিলো যুদ্ধাপরাধীর মামলার আসামী বানাতে।

কুশাইনগর কুলাউড়া সেখানে যুদ্ধের সময় একটা পরিবারের কিছু লোক নিহত হয়েছিলো নির্মম ভাবে, সরকার তাদেরকে ফুসলাইলো, উসকানী দিলো, চাপ দিলো যে তোমরা শফিকুর রহমানের বিরূদ্ধে মামলা দাও, আমরা তোমাদেরকে এই এই সুবিদা দেবো। তারা বলেছিলো আমরা তাকে চিনিনা, তবে জেনেছি তিনি কোন দিন কারো ক্ষতি করেননি এবং আমাদের পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সাথে তাঁর কোন সম্পর্ক নেই। সুতরাং আমরা এই মিথ্যা অভিযোগ দায়ের করতে পারবো না।

দেশব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ উপলক্ষে মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টায় মৌলভীবাজারে কুলাউড়া উপজেলায় তাঁর জন্মস্থান ভাটেরা ইউনিয়ন জামায়াত আয়োজিত মত বিনিময় ও দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ভাটেরা ইউনিয়ন সভাপতি মাও. আব্দুল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল লতিফের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় ডা. শফিকুর রহমান আরো বলেন, আমার আপন চাচাতো ভাই মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরে সম্মুখসমরে যুদ্ধ করে শহীদ হয়েছেন। আপনারা সবাই জানেন আমি একটি শহীদ পরিবারের সন্তান কিন্তু আমাকে কেন যুদ্ধাপরাধী বানাতে চেয়েছিলো কারণ, আমি যেহেতু ন্যায়-নীতির কথা বলি, ইসলামের কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি অতএব আমি যুদ্ধাপরাধী! আমরা কী এমন একটি দেশ চেয়েছিলাম? যারা জীবন দিয়ে লড়াই করেছিলেন তারা কী এই জন্য লড়াই করেছিলেন? তারা তো একটি বৈষম্যহীন শান্তির বাংলাদেশ চেয়েছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাও. হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাও. আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাও. আব্দুর রহমান, সেক্রেটারি প্রিন্সিপাল মো. ইয়ামির আলী, জেলা সহকারী সেক্রেটারী আলাউদ্দিন শাহ্, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, কুলাউড়া উপজেলা আমীর আমীর আব্দুল মুন্তাজিম, উপজেলা সেক্রেটারী বেলাল আহমদ চৌধুরী প্রমুখ।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন,আমরা সব যন্ত্রনা-কষ্ট আল্লাহর জন্য ভুলে গেছি। আমরা কারো বিরুদ্ধে ভেদাভেদের মামলা করি নাই। শত-সহস্র লোককে মামলার আসামীও বানাই নাই। একেবারে ন্যায়্য, নির্দিষ্ট সংখ্যক অতি অল্প সংখ্যক কিছু মামলা কিছু পরিবার করেছে। আমরা তাদেরকে বলেছি সাবধান, তুমি যে অপরাধের প্রতিকার চাইতে গিয়ে মামলা করেছো, একজন নিরপরাধ মানুষকে কিন্তু মামলার আসামী বানানো যাবে না। তুমি যদি একটা নিরপরাধী মানুষকে অপরাধী বানাও তাহলে হাসরের দরবারে তোমাকেই আসামী হিসেবে দাঁড়াতে হবে। ন্যায্য প্রতিকার চাইতে হবে।

তিনি বলেন, বিচার চাইতে হবে তবে ফরমাইসি কোন বিচার চলবে না। বিচার না হলে যারা অপরাধ করেছে তাদের দেখা-দেখিতে ভবিষ্যতে আরো বহু অপরাধী জন্ম নেবে। এজন্য অপরাধের মাত্রা যাতে না বাড়ে, অপরাধ করতে কেউ যেন সাহস না করে এই জন্যই বিচার চাইতে হবে। এবং বিচার চাওয়া এবং পাওয়া প্রত্যেকটা নাগরিকের ন্যায্য অধিকার।

নিজ এলাকার মানুষের সন্তুষ্টি আদায় করে ডা. শফিকুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ কুলাউড়ায় আমার জন্ম, আমি গর্বিত। আল্লাহর শুকরিয়া আদায় করি যে এমন এটি জায়গায় আমাকে জন্ম দিয়েছেন। আপনাদের মায়া, আদর, ভালোবাসা সবই পেয়েছি। এই ঋণ শোধ করার সামান্য কোন যোগ্যতা আমার নেই। আমি মহান প্রভূর দরবারে দুআ' করি, যে যে ভাবে ভালবেসেছেন আল্লাহ্ যেন তাদের ভালবাসার উত্তম জাঝা তাদেরকে দান করেন।

উল্লেখ্য এই দিন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান গণসংযোগ পক্ষ উপলক্ষে কুলাউড়া ও জুড়্রী উপজেলার বিভিন্ন দাওয়াতী সভা, মতবিনিময় সভা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রেখে সর্বশেষ রাত ৯টায় জন্মস্থান ভাটেরায় অনুষ্ঠিত মতবিনিময় ও দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ কর...

শ্রীমঙ্গলে ‘হারমোনি উৎসব’ স্থগিত 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রী...

বিজয় দিবস উদযাপনে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপি মহান বিজয় দিবস উদযাপনের জন্...

বিজয় দিবসে শহীদদের প্রতি বান্দরবান জেলা পুলিশের শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ...

কুষ্টিয়া ও দৌলতপুর সীমান্তে ২ কোটি ৬১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বি...

মহান বিজয় দিবসে কক্সবাজার জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মা...

চট্টগ্রামে বিজয় দিবসে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হ...

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ায় ছবি তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলায় কর্মরত ডিএসবি’র ইন্স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা