সংগৃহীত
বাণিজ্য

ঋণগ্রহীতার প্রতিষ্ঠানের সামনে ব্যাংকের মানববন্ধন ও মাইকিং, সামাজিকভাবে হেনস্তা

নিজস্ব প্রতিবেদক

আদালতের কোনো নির্দেশনা নেই। নেই বাংলাদেশ ব্যাংকের কোনো পরোয়ানাও। তবু দলবল নিয়ে হাজির হন ঋণগ্রহীতার প্রতিষ্ঠানের সামনে। সেখানে গিয়ে করছেন মানববন্ধন। মাইকিং করে সামাজিকভাবে হেনস্তা করছেন শিল্পকারখানার মালিকদের। আইনের তোয়াক্কা না করে এমন সব কাণ্ড করে বেড়াচ্ছেন ইউনিয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও গুম-খুনের নায়ক কারাগারে আটক জেনারেল জিয়াউল আহসানের ব্যাচম্যাট মেজর (অব.) নিজাম ইবনে সিরাজ।

এই কর্মকর্তা ব্যাংকটির দায়িত্বে আছেন স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্টে, রিকভারি বিভাগে। ইউনিয়ন ব্যাংকের প্রভাবশালী এই কর্মকর্তা ঋণগ্রহীতার প্রতিষ্ঠানের সামনে গিয়ে কর্মসূচি পালনের কথা অকপটে স্বীকার করেছেন। উদ্ধতভাবে দাবি করেছেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আদালতের নির্দেশনা জরুরি নয়। ঋণখেলাপিদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে এসব তিনি করতেই পারেন।

ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী তিনি চার-পাঁচটি শিল্প প্রতিষ্ঠানের সামনে গিয়ে সামাজিকভাবে হেয় করেছেন দেশের স্বনামধন্য শিল্পপতিদের। ভবিষ্যতেও এসব করে যাবেন বলে জানান তিনি।

সেনাবাহিনীর বহিস্কৃত মেজর জেনারেল, সারা দেশে গুম-খুনের নেপথ্যের নায়ক, বর্তমানে কারাগারে থাকা জিয়াউল আহসানের ব্যাচম্যাট ছিলেন নিজাম ইবনে সিরাজ। অভিযোগ রয়েছে, জিয়াউল আহসানের প্রভাবেই ইউনিয়ন ব্যাংকে ভাইস প্রেসিডেন্ট পদ বাগিয়ে নিয়েছিলেন তিনি। তবে নিজাম ইবনে সিরাজ জিয়ার ব্যাচম্যাট স্বীকার করলেও জিয়ার বদৌলতে চাকরি নিয়েছেন এমন অভিযোগ সত্য নয় বলে দাবী করেন।

৫ আগস্টের পর অনেক ব্যবসায়ী এখনো দেশের বাইরে আছেন। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। কিছু কিছু প্রতিষ্ঠান চলছে ধুকে ধুকে। এর মধ্যেই অনেক ব্যবসায়ী দেশের অর্থনীতি সচল রাখার চেষ্টা করছেন। সম্প্রতি এরকম একাধিক শিল্প কারখানার সামনে অবস্থান নিয়ে মাইকিং করে শিল্পপতিদের সামাজিকভাবে হেয় করার ফলে ব্যবসায়ীদের মধ্যেও চরম আতাঙ্ক বিরাজ করছে।

ইউনিয়ন ব্যাংকের একটি সূত্র থেকে জানা গেছে, চলতি মাসেই মেজর নিজামের চাকরির মেয়াদ শেষ। কিছুটা অতি উৎসাহী এই কর্মকর্তা পুন নিয়োগ লাভের আশায় এমন নিয়ম বহির্ভূত কাজ করে বেড়াচ্ছেন।

ব্যাংকের ফেসবুক আইডিতেও এসব কর্মসূচির ছবি আপলোড করেছেন। এতে অনেক ইউজার বিরূপ মন্তব্য করায় ব্যাংকের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করেন একাধিক কর্মকর্তা।

যে সব প্রতিষ্ঠান নিয়মিত ব্যাংকের কিস্তি দিয়ে যাচ্ছে এমন প্রতিষ্ঠানের সামনে মাইকিং করে মালিকদের সামাজিকভাবে হেয় করা প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, এভাবে কোনো প্রতিষ্ঠানের সামনে গিয়ে মাইকিং করার কোনো রীতি নেই। বাংলাদেশ ব্যাংক এমন কোনো নির্দেশনাও জারি করেনি। তবে সংক্ষুব্ধ শিল্পপতিরা এ বিষয়ে প্রতিকার চেয়ে আবেদন করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুশীলা কারকির উত্থান যেভাবে

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কারকি দেশটির অন্তর্বর্তী সরকারের প্...

১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্য...

রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধের ঘট...

আয়ের দিক দিয়ে ফের মেসিকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো

রেকর্ডের দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির হাড্ডাহাড্ডি লড়াই চলে। কিন্...

সাবালেঙ্কার সাফল্যের রহস্য

সদ্য ইউএস ওপেন নারী এককের শিরোপাজয়ী বেলারুশের টেনিসকন্যা আরিনা সাবালেঙ্কা নিজ...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তাঁরা জুলাই শহীদ 

রাজধানীর ওয়ারীতে গত বছরের ১৪ আগস্ট কুপিয়ে হত্যা করা হয় বিএনপি নেতা মো. আল-আমি...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

নুরাল পাগলা দরবারে হামলা, গোয়ালন্দে ওসির পর ইউএনওর বদলি

রাজবাড়ীর গোয়ালন্দে নুর‌াল পাগ‌লার দরবার ও বাড়িতে হামলা ও মরদেহে আগু...

বিশ্বের নতুন দ্রুততম মানবী জেফারসন–উডেন

নতুন দ্রুততম মানবী পেল বিশ্ব। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা