নিজস্ব প্রতিবেদক : মূল্যস্ফীতি কমাতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটি ঘোড়ার লাগাম টানার মতো নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যৌক্তিক সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
বুধবার (১৪ আগস্ট) অর্থমন্ত্রণালয়ে মূল্যস্ফীতি সংক্রান্ত বৈঠক শেষে এসব কথা বলেন তিনি ।
তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উৎপাদন বাড়ানো হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।
এসময়ে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আহসান এইচ মনসুর বলনে, আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে মুল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রনে স্বস্তি দায়ক রিজার্ভ রেখে বাকিটা দিয়ে আমদানিতে ব্যয় করা হবে। আমদানি পণ্যের ঘাটতি আছে। যতটুকু করা সম্ভব আমদানি করা হবে।
ব্যাংক একীভূত প্রসঙ্গে গভর্নর বলেন এটি দেখে শুনে ব্যবস্থা নেওয়া হবে।
আমার বাংলা/এমআর
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            