নিজস্ব প্রতিনিধি: জনতা ব্যাংক পিএলসি-এর এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে ব্যাংকের নৈতিকতা কমিটির ২০২৩-২৪ অর্থবছরের ২য় ত্রৈমাসিক সভা সম্প্রতি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ’সোনার বাংলা গড়ার প্রত্যয়ঃ জাতীয় শুদ্ধাচার কৌশল’ বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের সকল স্তরে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে নিবেদিতপ্রাণ কর্মী হওয়ার নির্দেশনা প্রদান করেন।
করোনা পরবর্তী অবস্থা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, হামাস-ইসরাইল সংঘাত ইত্যাদি কারণে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ব্যাংকের আমানত বৃদ্ধি, ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণ, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিকরণ তথা টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য জনতা ব্যাংকে নিয়োজিত সকলকে সর্বোত্তম চেষ্টা করার আহ্বান জানান।
সভায় নৈতিকতা কমিটির সকল সদস্য এবং আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            