তথ্যপ্রযুক্তি ডেস্ক: সারাবিশ্বে প্রতিনিয়ত বাড়ছে মোবাইল ফোনের ব্যবহার। সেই সঙ্গে বাড়ছে মোবাইল ডেটা ট্রাফিকও। টেলিকম শিল্প গ্রুপ জিএসএমএ জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে ইউরোপে মোবাইল ডেটা ট্রাফিক তিণ গুণ বাড়বে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) প্রতিষ্ঠানটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, মানুষ ৪জির ব্যবহার সীমিত করে ৫জির দিকে ঝুঁকছে। এর ফলে ২০২৮ সালের মধ্যে ইউরোপে মোবাইল ডেটা ট্রাফিক তিণ গুণ বাড়বে। এতে বাড়বে নেটওয়ার্ক খাতে বিনিয়োগের পরিমাণও।
জিএসএমএ আরও জানায়, ৫জি গ্রাহকরা উচ্চমানের গেমিং, ভিডিওসামগ্রীর ব্যবহারের জন্য মোবাইলে উচ্চ ব্যান্ডউইথ পরিষেবা ব্যবহার করতে চাইবে। এতে পশ্চিম ইউরোপে স্মার্টফোনপ্রতি মোবাইল ডেটা ট্রাফিক ২০২৮ সালে প্রতি মাসে ৫৬ গিগাবাইট বাড়বে।
তাই ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে অপারেটরদের কাজ করতে হবে বলে জানিয়েছে জিএসএমএ। সংস্থাটি জানায়, মোবাইল নেটওয়ার্কগুলোকে বিনিয়োগ চালিয়ে যেতে হবে।
ধারণা করা হচ্ছে প্রতিষ্ঠানগুলো নেটওয়ার্ক আপগ্রেড করতে ২০৩০ সালের মধ্যে ১৯৮ বিলিয়ন ইউরো বা ২১৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ব্যয় করতে পারে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            