তথ্যপ্রযুক্তি ডেস্ক: এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে প্রযুক্তির অন্যতম সাফল্য। যার ছোঁয়া সব জায়গায় লেগেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপেও এখন ব্যবহার করতে পারবেন এআই। এর মাধ্যমে নিজের পছন্দমতো স্টিকার বানিয়ে শেয়ার করা যাবে।
মেটা ব্যবহারকারীদের আরও বেশি সৃজনশীল এবং প্রাণবন্ত অভিজ্ঞতা দিতেই এআই স্টিকার তৈরির সুযোগ এনেছে হোয়াটসঅ্যাপ। অর্থাৎ, কারও সঙ্গে কথা বলতে বলতে মনের মতোন কোনো স্টিকার না পেলে অস্বস্তিতে পড়ার আর দরকার নেই। নিজেরাই বানিয়ে নিতে পারবেন এআই স্টিকার।
তাহলে জেনে নেয়া যাক কীভাবে কাজটি করবেন-
১) মোবাইলে হোয়াটসঅ্যাপ খুলতে হবে।
২) কনট্যাক্ট থেকে একটা চ্যাট খুলতে হবে, অর্থাৎ যাঁকে স্টিকার পাঠাতে চান ইউজার, সেই চ্যাট খুলতে হবে।
৩) ক্লিক করতে হবে স্মাইলি আইকনে।
৪) ডান দিকে দেখা যাবে স্টিকার আইকন। সেটা বেছে নিতে হবে।
৫) ক্রয়েটে এবার ক্লিক করুন, এরপর কন্টিনিউতে।
৬) এবার স্টিকারটা ঠিক কেমন হবে, তার বিবরণ দিতে হবে। মাথায় রাখা দরকার, তা করতে হবে ইংরেজি ভাষায়, অন্য ভাষায় এআইকে নির্দেশ দেওয়ার সুযোগ অন্তত এখনই নিয়ে আসেনি হোয়াটসঅ্যাপ।
৭) যে বিবরণ দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে এআই চারটি স্টিকার তৈরি করে দেবে, এর মধ্যে থেকে কোনো একটা বেছে নিন, চাইলে আরও এডিট করে নিতে পারবেন।
৮ ) স্টিকারটি সিলেক্ট করে সেন্ডে ক্লিক করলেই তা পৌঁছে যাবে নির্দিষ্ট ইউজারের কাছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            