স্পোর্টস ডেস্ক : পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বরেকর্ড গড়েছেন। এবার সামাাজিক যোগাযোগমাধ্যমের সব প্ল্যাটফর্ম মিলিয়ে তার অনুসারীর সংখ্যা এখন ১০০ কোটি। বর্তমান বিশ্বে তিনিই একমাত্র সেলিব্রেটি, যার এত বেশি ফলোয়ার রয়েছে। এমনকি রোনালদোর আশেপাশেও নেই কেউ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই সুসংবাদ দিয়েছেন তিনি।
রোনালদো লিখেন, ‘আমরা ইতিহাস সৃষ্টি করেছি--- ১ বিলিয়ন (১০০ কোটি) অনুসারী! এটি শুধু একটি সংখ্যার চেয়েও বেশি কিছু--- এটি আমাদের ভাগাভাগি করে নেওয়া আবেগ, উদ্যম, খেলার প্রতি ভালোবাসা এবং এর বাইরেও আরও অনেক কিছুর প্রমাণ।’
রোনালদোর সবচেয়ে বেশি অনুসারী ইনস্টাগ্রামে। এছাড়া ফেসবুক, এক্স, ইউটিউব, কোয়াইশু, ওয়েইবোতে একাউন্টে তার বিশাল সংখ্যক অনুসারী রয়েছে।
কোন প্ল্যাটফর্মে কত অনুসারী রোনালদোর--
ইনস্টাগ্রাম: ৬৩ কোটি ৯০ লাখ
ফেসবুক: ১৭ কোটি ৫ লাখ
এক্স: ১১ কোটি ৬০ লাখ
ইউটিউব: ৬ কোটি ৬ লাখ
কোয়াইশু: ৯৪ লাখ
ওয়েইবো: ৭৫ লাখ
রোনালদো বলেন, ‘মাদেইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত, আমি সব সময় আমার পরিবার এবং আপনাদের (সমর্থকদের) জন্য খেলেছি এবং এখন আমরা ১০০ কোটি মানুষ একত্র হয়েছি।’
সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘আমার এ যাত্রাপথের প্রতিটি পদক্ষেপে, সব উত্থান-পতনে আপনারা আমার সঙ্গী হয়েছেন। এই যাত্রা আমাদের যাত্রা এবং আমরা একসঙ্গে দেখিয়েছি যে আমরা যা অর্জন করতে পারি, তার কোনো সীমা নেই। আমার ওপর বিশ্বাস রাখার জন্য, সমর্থনের জন্য এবং আমার জীবনের অংশ হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’
আমার বাঙলা/এমআর
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            