খেলা

পিএসজিকে হারিয়ে ব্রাজিলিয়ান ক্লাবের অনন্য ইতিহাস

ক্রীড়া ডেস্ক

বড় টুর্নামেন্টের মাহাত্ম্য ও সৌন্দর্য তো এখানেই! আন্ডারডগ যেখানে স্তব্ধ করে দেয় পরাশক্তিকে। ছোট্ট একটি ঝড়ে এলোমেলো হয়ে যায় পাহাড়ের ভিতও।

ক্যালিফোর্নিয়ার রোজ বোলে ক্লাব বিশ্বকাপেও শুক্রবার (২০ জুন) তেমনটাই হলো। বাংলাদেশ সময় সকালে এ ম্যাচ শুরুর আগে কেউ যদি বোতাফোগোর কাছে পিএসজি হারের কথা বলতেন, তবে তা দিবাস্বপ্নই মনে হতো। পিএসজি ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট চ্যাম্পিয়নস লিগসহ ‘ট্রেবল’জয়ী দল। দলে তারকার ছড়াছড়ি। এর চেয়েও বড় বিষয়, পিএসজির সাম্প্রতিক ছন্দ।

লুইস এনরিকের অধীনে নান্দনিক ফুটবল পসরা সাজিয়েছে বসেছে ফরাসি ক্লাবটি। যদিও সেটা শুধু ফুটবল রোমান্টিকদের কাছে। প্রতিপক্ষের কাছে প্যারিসের ক্লাবটির খেলাকে নির্মমই মনে হবে। কতটা নির্মম, সেটা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের প্রতিপক্ষ ইন্টার মিলানকে জিজ্ঞেস করলেই জানা যাবে।

সেদিন মিলানকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়ে প্রথম চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল পিএসজি। এমন প্রতিপক্ষের বিপক্ষে বোতাফোগো যতই দক্ষিণ আমেরিকান শ্রেষ্ঠত্বের প্রতীক কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়ন হোক, তবু তাদের একটু পিছিয়েই রেখেছিলেন অনেকে। কিন্তু ফুটবলের সুন্দর সব গল্প তো ট্রেন্ড ভাঙার মধ্য দিয়েই লেখা হয়। লেখা হয় পরাশক্তির পতনের মধ্য দিয়েও।

শুক্রবার সকালেও লেখা হলো তেমন এক গল্প। বোতাফোগোর অপ্রত্যাশিতভাবে হেরে গেছে ইউরোপসেরা পিএসজি। ৩৬ মিনিটে স্ট্রাইকার ইগর জেসুসের করা একমাত্র গোলটিই গড়ে দিয়েছে ম্যাচের পার্থক্য। সতীর্থ জেফারসন সাভারিনোর দারুণ এক পাস ধরে গোলটি করেন জেসুস যা বোতাফোগোর ১-০ গোলের জয় নিশ্চিত করার পাশাপাশি প্রথম দল হিসেবে তাদের শেষ ষোলোতেও পৌঁছে দিয়েছে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে সিয়াটল সাউন্ডার্সকে ২-১ গোলে হারিয়েছিল তারা। ফলে ২ ম্যাচ ৬ পয়েন্ট নিয়ে পৌঁছে গেছে নকআউট পর্বে।

ম্যাচে অবশ্য গোল করা আর লক্ষ্যে শট নেওয়া ছাড়া ইতিবাচকভাবে আর কোনো দিক থেকেই পিএসজির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি ব্রাজিলিয়ান ক্লাবটি। ৭৫ শতাংশ বলের দখল রেখে ১৬ শট নিয়ে মাত্র ২টি লক্ষ্যে রাখে পিএসজি। অন্য দিকে ২৫ শতাংশ বলের দখল রেখে বোতাফোগো ৪টি শট নিলেও প্রতিটিই ছিল লক্ষ্যে।

আর এই নিশানাভেদের শক্তিতেই পিএসজিকে পেছনে ফেলে ম্যাচ নিজেদের করে নিয়েছে রিও দি জেনিরোর ক্লাবটি। তবে লক্ষ্যভেদের সঙ্গে নিজেদের শক্তি অনুযায়ী কৌশলী ফুটবল, দৃঢ় রক্ষণ ও প্রতি-আক্রমণে ভীতি ছড়ানোর দক্ষতায়ও বাজিমাত করে বোতাফোগো। বিশেষ করে বোতাফোগোর দুর্দান্ত রক্ষণের কারণে খুব একটা সুবিধা করতে পারেনি পিএসজি ফরোয়ার্ডরা।

অথচ এই ম্যাচের আগে অপ্টার সুপারকম্পিউটারের হিসাবে পিএসজির জয়ের সম্ভাবনা ছিল ৮১.৯ শতাংশ। সর্বশেষ তিন ম্যাচে জয়ের পথে পিএসজির গোল ব্যবধান ছিল ১২-০। কিন্তু এমন অপ্রতিরোধ্য ফলও শেষ পর্যন্ত বোতাফোগোর বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়াতে উজ্জ্বীবিত করতে পারেনি এনরিকের দলকে।

৫৩ হাজার ৬৯৯ জন দর্শকের সামনে পাওয়া এই জয়ে নতুন ইতিহাসও লিখেছে বোতাফোগো। এর মধ্য দিয়ে ফিফার কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নকে হারানোর কীর্তি দেখাল কনমেবলের (দক্ষিণ আমেরিকা মহাদেশ) কোনো দল। পাশাপাশি এই জয়ে পিএসজির বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ডও ধরে রাখল বোতাফোগো। ৪১ বছর আগে ১৯৮৪ সালে ৬ আগস্ট মুখোমুখি হয়েছিল দুই দল। সেই প্রীতি ম্যাচে কালো-সাদারা জিতেছিল ৩-১ গোলে।

বোতাফোগোর জয়ে ক্লাব বিশ্বকাপের এবারের আসরে কনমেবল দলগুলোর না হারার কীর্তিও অক্ষুণ্ন থাকল। ক্লাব বিশ্বকাপে এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে দক্ষিণ আমেরিকার ক্লাবগুলো। যার ৫টিতে জিতেছে তারা এবং ড্র করেছে ৩ ম্যাচ।

বোতাফোগোর ইতিহাস গড়ার নায়ক জেসুস দুর্দান্ত এক সময় পার করছেন। পিএসজির বিপক্ষে করা গোলটিসহ টানা চার আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন তিনি। শুধু গোল করে নয়, উদ্‌যাপনেও নজর করেছেন ২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

ম্যাচ শেষে অনুভূতি জানাতে গিয়ে জেসুস বলেছেন, ‘যখন আমি দেয়াল (নিরাপত্তাবেষ্টনী) বেয়ে উঠলাম, সত্যি বলতে তখন অন্ধকার দেখতে পাচ্ছিলাম-সবকিছু যেন স্বপ্নের মতো লাগছিল। আমি শুধু তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমার কাজের ওপর বিশ্বাস রেখেছে। আগেও বলেছি, যখন বোতাফোগোতে আসি, অনেকেই আমার সামর্থ্য নিয়ে সন্দিহান ছিলেন। কিন্তু আমি জানতাম, আমি এই দলকে কী দিতে পারি। আমি এখানে যা কিছু গড়েছি, তাতে আমি খুবই আনন্দিত।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ আবু সাঈদ ছিল আশার আলো — নতুন ঘরে নেই শান্তি, কেবল হাহাকার

বছর দেড়েক আগেও তিনি ছিলেন শুধুই এক মেধাবী ছাত্র,...

‘পুলিশ কর্মকর্তার চরিত্র করার সময় বিশ্বাস করেছি, আমিই পুলিশ’

‘আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, আমার পারফরম্যান্স (অভিনয়) একই র...

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের ঘটনায় আটক ১৪

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে সংঘর্ষের ঘটনায় ব...

এনসিপির উপর হামলা,ইবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে নিষিদ্ধ আওয়ামীলীগ ও তার বিভি...

উদীচীর সভাপতি বদিউর রহমান মারা গেছেন

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ও সংস্কৃতিজন অধ্যাপক বদিউর রহমান আর নেই (...

‘পুলিশ কর্মকর্তার চরিত্র করার সময় বিশ্বাস করেছি, আমিই পুলিশ’

‘আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, আমার পারফরম্যান্স (অভিনয়) একই র...

 ট্রল থেকে লিটনের ঘুরে দাঁড়ানো ‘সহজ ছিল না’

চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন। লিটন দাসকে ওয়ানডেতে ফেরানো হ...

পুকুরে মিললো বন্দুক, কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি পুকুর থেকে দুটি বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জা...

বগুড়ায় দুই নারী খুন, জানা গেল নেপথ্য কাহিনী

বগুড়া সদর উপজেলায় ঘরে ঢুকে দুই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় ছুরি...

‘আমার সংসার বাঁচাবার মতো আর কেউ নাই’

টিনের ছোট ঘর। সেই ঘরজুড়ে সংসারের অভাবের ছাপ। সামনের ছোট উঠান ভরে গেছে স্বজন&n...

লাইফস্টাইল
বিনোদন
খেলা