জুলাই সনদ প্রস্তুতের লক্ষ্যে আগামী ১০ দিনের মধ্যে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। সোমবার (২১ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় দফার ১৬তম বৈঠকের শুরুতে এ আহ্বান জানান তিনি।
আলী রীয়াজ বলেন, জুলাই সনদকে সামনে রেখে চলতি মাসের মধ্যেই সংস্কার সংশ্লিষ্ট বিষয়গুলোর সমাধান হওয়া উচিত। কিছু বিষয়ে আগে আলোচনা হলেও তা এখনো মীমাংসিত হয়নি যা দ্রুত সমাধান করতে হবে।
ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জানান, এখন পর্যন্ত ৮টি বিষয়ে সকল রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে। আজকের আলোচনায় প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতির মতো ইস্যুতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঐক্যমত্য কমিশন কোনো দলের ওপর জোর করে কিছু চাপিয়ে দেবে না বলেও মন্তব্য করেন আলী রীয়াজ।
আমারবাঙলা/জিজি