আমাদের নেতা যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ যেন কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। আমরা সেদিন গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তবে তিনি কবে ফিরবেন— সেটি নির্দিষ্ট করে বলেন নি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তৃতায় মহাসচিব এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, দেশের নানা প্রান্ত থেকে আমাদের নেতা-কর্মীরা আজ এখানে আছেন। আমি আপনাদের জানাতে চাই— আমাদের নেতা খুব দ্রুতই আমাদের মাঝে ফিরবেন। তিনি যে দিন দেশের মাটিতে পা রাখবেন, সে দিন যেন পুরো বাংলাদেশ আলোড়িত হয়ে ওঠে— এটা আপনাদের মনে রাখতে হবে। আমরা চাই, সেই দিনটিকে ঘিরে দেশের চেহারা বদলে যাক।
তিনি আরও বলেন, আমরা এগিয়ে যেতে চাই— উন্নয়ন, অগ্রগতি ও মর্যাদার পথে। বাংলাদেশকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে আমাদের নেতার যে ভাবনা, তা বাস্তবায়নের লক্ষ্যেই আমরা সামনে এগোচ্ছি।
আমারবাঙলা/এসএবি