আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে হামলাকারীর মরদেহও উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরও কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৭ টার দিকে দেশটির আইওয়া অঙ্গরাজ্যের পেরি হাইস্কুলে এ হামলার ঘটনা ঘটে।
আইওয়া পুলিশ বলছে, গুলিবিদ্ধ ৫ জনের মধ্যে ৪ জন ঐ স্কুলের শিক্ষার্থী এবং একজন প্রশাসক। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আইওয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী পরিচালক মিচ মর্টভেট জানান, নিহত শিক্ষার্থীর বয়স আনুমানিক ১২ বছর। সে ষষ্ঠ গ্রেডের শিক্ষার্থী ছিল। অপরদিকে হামলাকারী শিক্ষার্থীর বয়স ১৭ বছর। তার নাম ডিলান বাটলার।
তবে এ ঘটনায় আহতদের নাম-পরিচয় জানাতে চাননি এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, বাটলার শটগান ও পিস্তল নিয়ে স্কুলে ঢুকে হামলা চালায়। অন্যদের গুলি করার পর সে নিজেকেও গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
মিচ মর্টভেট জানান, হামলার সময় বাটলার সামাজিক মাধ্যমে কয়েকটি পোস্ট করেছিল। তবে কী কারণে সে হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ডালাস কাউন্টির শেরিফ অ্যাডাম ইনফ্যান্টে বলেন, সৌভাগ্যক্রমে হামলার সময় ভবনটিতে খুব কম শিক্ষার্থী ছিল। না হলে হতাহতের সংখ্যা আরও বাড়ত।
স্থানীয় এক রেডিও স্টেশনকে পেরি হাইস্কুলের শিক্ষক লরি মেইনেকে বলেন, তিনি প্রায় ৬-৭ টি গুলির শব্দ শুনেছেন। আইওয়া ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন এ হামলার তদন্ত করছে।
এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, হামলার পরপরই প্রেসিডেন্ট জো বাইডেনকে এ বিষয়টি জানানো হয়। সাথে সাথে প্রেসিডেন্ট ঐ অঙ্গরাজ্যের গভর্নর রেনল্ডের সাথে কথা বলেন।
উল্লেখ্য, পেরি শহরে প্রায় ১০ হাজার মানুষ বাস করে। শহরটি আইওয়ার রাজধানী ডেস মইনেস থেকে প্রায় ৬৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। সূত্র: বিবিসি
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            