কুষ্টিয়া জেলা,(২৬ নভেম্বর)কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়া ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বুধবার (২৬ নভেম্বর) সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
ভেড়ামারা থানা পুলিশ জানায়, নিহত ব্যক্তির মুখ পুড়ে বিকৃত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর দুর্বৃত্তরা লাশটি ফেলে গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ তদন্ত শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, “ধারণা করা হচ্ছে, হত্যার পর মুখ পুড়ে বিকৃত করা হয়েছে। হত্যার কারণ এবং দায়ীদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।”
প্রাথমিক শনাক্তের ভিত্তিতে জানা গেছে, নিহত ব্যক্তি ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের হরিপুর গ্রামের আবুল কালাম ওরফে কলম দোকানদারের পুত্র সোহেল রানা (৪০)। তবে পুলিশ জানায়, লাশের পরিচয় চূড়ান্তভাবে এখনো নিশ্চিত করা যায়নি।
আমারবাঙলা/এসএ