চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় জাকির আলী(৪৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচহাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদন্ড দিয়েছে আদালত। তাঁর বাড়ি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপির গোপাল নগর গ্রামে।
মঙ্গলবার (১১ মার্চ) বেলা আড়াইটার দিকে জেলা দায়রা জজ মো.মিজানুর রহমান এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারী রাত সাড়ে আটটার দিকে কানসাট ইউপির মিরিক মোড়ের কাছে ৪৯০ গ্রাম হেরোইনসহ র্যাবের হাতে ধরা পড়ে। পরের দিন শিবগঞ্জ থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন র্যাব-৫-এর উপপরিদর্শক (এসআই) মো.ফরহাদ। মামলার তদন্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ দেবদাস ২৮-০২-২৩ তারিখে আদালতে জাকির আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            