নেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি মাজারে হামলা হয়েছে। হামলাকারীরা তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা ভেঙে দিয়েছে।
সোমবার (৩ মার্চ) রাতে উপজেলার মাসকা বাজারসংলগ্ন হজরত শাহ নেওয়াজ ফকিরের (ল্যাংটা পাগলা) মাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কেন্দুয়ার মাসকা বাজারসংলগ্ন হজরত শাহ নেওয়াজ ফকিরের (ল্যাংটা পাগলা) মাজারের অবস্থান। প্রতিবছর সেখানে ওরসের আয়োজন করা হয়। এবার ৬৪তম বার্ষিক ওরস পালনের প্রস্তুতি নিচ্ছল মাজার কমিটি; পবিত্র রমজান হওয়ায় কার্যক্রম সীমিত করা হয়। আগামীকাল বুধবার শুধু দোয়া মাহফিলের আয়োজন করে মাজার কমিটি। এ উপলক্ষে তোরণ নির্মাণসহ মাজারের আশপাশে আলোকসজ্জা করা হয়।
পুলিশ ও মাজার কমিটি সূত্রে জানা যায়, সোমবার রাতে স্থানীয় মসজিদে তারাবিহ নামাজের পর ‘তৌহিদি জনতা’র ব্যানারে লোকজন হঠাৎ করে লাঠিসোঁটা নিয়ে মিছিল শুরু করেন। একপর্যায়ে তারা মাজারে হামলা চালান। এ সময় নির্মাণ করা তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা ভেঙে ফেলা হয়।
মাজারে হামলার খবর পেয়ে এলাকার ভক্তরা মাজারে জড়ো হন। পরে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন।
মাজার কমিটির সভাপতি আলী উছমান বলেন, ‘দীর্ঘদিন ধরে এখানে ভক্তরা ওরস পালন করে আসছেন। এবার রমজান মাস থাকায় আমরা শুধু দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। কিন্তু হঠাৎ তৌহিদি জনতার নামে লোকজন লাঠিমিছিল করে মাজারে হামলা চালায়। এ সময় ভক্তরা খবর পেয়ে মাজারে আসতে থাকেন। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করেছে।’
ওসি মিজানুর রহমান বলেন, ‘বুধবার মাজারের ওরস করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কমিটির লোকজন। কিন্তু এ ব্যাপারে আমাদের কাছ থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’
আমারবাঙলা/এমআরইউ
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            