কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৩রা মার্চ)সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ জহর লাল সাহা, সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেনু ও মোঃ শহিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু ।
এছাড়া আরো ইপস্থিত ছিলেন আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিউল ইসলাম, উপজেলা যুব দলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইলিয়াস আলী, পৌর যুব দলের আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা ছাত্র দলের আহবায়ক তশরিফুল হাছিব, উপজেলা শ্রমিক দলের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফারুক লস্কর, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক বাদল প্রধান, যুগ্ম আহবায়ক মোফাসসেল সরকার ও সদস্য সচিব সুমন মিয়াসহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এসময় নেতাকর্মীরা পরস্পর পরিচিত হন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করার আহ্বান জানান।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            