পার্বত্য চট্টগ্রামে বনাঞ্চলের প্রতিবেশ পুনরুদ্ধার কর্মসূচি সম্প্রসারণ প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মিলয়নাতন কার্যালয়ে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, উম্মে হাবীবা মীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাৎফা খুমী, সদস্য পার্বত্য জেলা পরিষদ, কৃষিবিদ মোঃ রাকিবুল হাসান, সমাজসেবা অফিসার সত্যজিৎ মজুমদার, তহজিংডং বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক চিংসিং প্রæ, অরণ্য ফাউন্ডেশনে প্রজেক্ট অফিসার মং সহ পাড়ার প্রধান কারবারি ও পাড়াবাসিরা।
এসময় প্রকল্প পরিচিতি ও বনভূমি পুনরুদ্ধার নিয়ে পরিচিতি করান অরণ্যক ফাউন্ডেশনে প্রজেক্ট ম্যানাজার মোঃ কামরুল ইসলাম। তিনি বলেন, ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর মাধ্যমে এফসিডিও এর অর্থায়নে ও ইন্টারন্যাশনাল ইন্সটিউট ফর ইনভাইরোমেন্ট এবং ডেভেলপমেন্ট এর ব্যবস্থাপনায় পরিচালিত আরইডিএএ কার্যক্রমের আওতায় “পার্বত্য চট্টগ্রামে বনাঞ্চলে প্রতিবেশ পুনরুদ্ধার কর্মসূচি সম্প্রসারন প্রকল্প বিষয়ে অবহিতকরণ” শীর্ষক একটি নতুন প্রকল্পের কার্যক্রম শুরু করেছে। যার মাঠ কার্যক্রম শীঘ্রই শুরু হবে। প্রকল্পটি বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়নের লক্ষমাত্রায় অর্জনের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের প্রতিবেশ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
স্থানীয় বেসরকারি প্রতিস্থান তহজিংডং ও বিএনকেএস এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে বান্দরবান সদর, রোয়াংছড়ি, লামা, আলীকদম ও থানচি উপজেলায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
আমার বাঙলা/এনবি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            