সহকারী শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিন। ছবি: সংগৃহীত
সারাদেশ

বিনা অনুমতিতে ১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত সহকারী শিক্ষক সালাউদ্দিন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা নাঙ্গলকোটের দায়েমছাতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিন গেল এক বছর ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশ থেকে পালিয়ে যান সালাউদ্দিন। এর পর থেকে স্কুলে অনুপস্থিত রয়েছেন তিনি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবার একটি অভিযোগ পত্রও জমা দিয়েছে এলাকাবাসী।

অভিযোগে বলা হয়েছে, দায়েমছাতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) মোহাম্মদ সালাউদ্দিন ২০২৪ সালের ৫ আগস্ট থেকে টানা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। প্রায় এক বছরের বেশি অতিক্রান্ত হলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এখনও তার বিরুদ্ধে কোনো শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করেনি এবং পদটি শূন্য ঘোষণা করেনি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাধ্যমিক) শিক্ষক ও কর্মচারী চাকরি-শৃঙ্খলা বিধিমালা, ১৯৭৯ এর ১১(১)(গ) ধারায় স্পষ্টভাবে উল্লেখ আছে যে— ‘কোনো শিক্ষক বা কর্মচারী যদি অনুমতি ব্যতিরেকে একটানা ৩০ কর্মদিবস বা তার বেশি সময় অনুপস্থিত থাকে, তবে তাকে অপসারণযোগ্য বলে গণ্য করা হবে।’

এতে আরও বলা হয়েছে, বিধি অনুযায়ী এই শিক্ষককে ইতোমধ্যেই চাকরি থেকে অব্যাহতি দেয়ার কথা থাকলেও তা করা হয়নি। এতে—শিক্ষার্থীদের অপূরণীয় শিক্ষাগত ক্ষতি হচ্ছে, প্রতিষ্ঠান প্রয়োজনীয় শিক্ষক নিয়োগে বাধাগ্রস্ত হচ্ছে এবং রাষ্ট্রীয় অর্থ অপচয় হচ্ছে। কারণ, তাকে এমপিওভুক্ত বেতন ভাতা প্রদান করা হচ্ছে। বিষয়টি তদন্তপূর্বক ওই শিক্ষককে বিধি মোতাবেক চাকরি থেকে অপসারণ এবং পদটি শূন্য ঘোষণা করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিতপূর্বক কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।

জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বাহিরে চলে যান সালাউদ্দিন। তবে বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন, সেটি কেউই জানাতে পারেনি।

এ বিষয়ে দায়েমছাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান চ্যানেল 24 অনলাইনকে বলেন, সালাউদ্দিন গেল বছরের আগস্ট মাস থেকে স্কুলে ‍অনুপস্থিত রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি রিপোর্ট দিলে সেটি শিক্ষাবোর্ডে পাঠানো হবে। বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুছ বলেন, সহকারী শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিনের বিষয়টি আমাকে জানিয়েছেন প্রধান শিক্ষক। তাকে দুইবার শোকজ করা হয়েছে স্কুলের পক্ষ থেকে। প্রথমবার জবাব দেয়নি। দ্বিতীয়বার ৭ দিনের শোকজ করা হয়, এখনও জবাব দেননি তিনি। সালাউদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে স্কুলের পক্ষ থেকে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদীর মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কা...

কুষ্টিয়ায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থীর পোস্টারে ৮ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি মনোনীত এক সংসদ সদস্য প্রার্থ...

লোকালয়ে ঢুকে পড়ছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক বছরে উদ্ধার ৬৭টি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন লোকালয় থেকে গত এক বছরে মোট ৬৭টি বন্যপ্...

জকসু নির্বাচন তো হলো, কিন্তু নির্বাচিতরা বসবেন কোথায়

প্রতিষ্ঠার পর প্রথম ছাত্র সংসদ নির্বাচন হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তাতে যে প...

নির্বাচন জনগণের হাতছাড়া হলে পুনরায় তা ফিরবে কবে কেউ জানে না: শফিকুর রহমান

এবারের নির্বাচন জনগণের হাতছাড়া হলে পুনরায় তা ফিরবে কবে, কেউ জানে না এমন মন্ত...

ঋণ খেলাপির দায়ে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ঋণখেলাপির অভিযোগে যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টি. এস. আইয়ুবের মনোনয়ন...

জনগণের কথা বলবে সংসদ, থাকবে না সন্ত্রাস ও তোষামোদ: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের স...

পাঁচটি ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনায় রয়েছে

দেশের ৫টি ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা, সে বিষয়টি বিব...

হিজাব-নিকাব নিয়ে কটুক্তি: বিএনপি নেতার শাস্তির দাবিতে ইবিতে মানববন্ধন

হিজাব-নিকাব নিয়ে বিএনপি নেতার কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন কর্মস...

জমিসহ মমতাজের তিনটি বাড়ি জব্দ করার নির্দেশ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৪৭৪ শতাংশ জমিসহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা