সিরাজগঞ্জের কামারখন্দে অজ্ঞাত যানবাহনের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে।
বুধবার (২৮ মে) রাত ৮ টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সলঙ্গা থানার নলকা সেনগাতী এলাকার জয়নাল আবেদীনের পুত্র জাহিদুল ইসলাম(২০), আব্দুল হাই এর পুত্র আব্দুল গাফফার(২২) ও তাড়াশ উপজেলার তেঘরি গ্রামের আব্দুল ওয়াদুদের পুত্র শোয়েব আলী(২০)।
স্থানীয় সূ্ত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী তিন যুবক নলকা থেকে সিরাজগঞ্জ শহরের দিকে যাবার পথে একটি অজ্ঞাত যানবাহন তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের সেই তিন যুবকের মৃত্যূ হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পঠানো হয়েছে। এ বিষয়ে আইননুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            