ইথিওপিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘকাল ধরে সুপ্ত থাকা একটি আগ্নেয়গিরিতে গত রবিবার অগ্ন্যুৎপাত হয়েছে।অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ছাইয়ের বিশাল মেঘ লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন, ওমান ও এমনকি ভারতের কিছু অংশেও ছড়িয়ে পড়েছে।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তর-পূর্বে আফার অঞ্চলে অবস্থিত হায়লি গুব্বি নামের আগ্নেয়গিরিটি প্রায় ১২ হাজার বছর ধরে নিষ্ক্রিয় ছিল। এটি কয়েক ঘণ্টা ধরে ছিল। এর ফলে প্রতিবেশী আফডেরা গ্রামটি ছাইয়ে ঢেকে যায়।
বিশেষজ্ঞরা এই অগ্ন্যুৎপাতের ঘটনাকে ‘বেশ অস্বাভাবিক’ বলে উল্লেখ করেছেন। তাঁরা বলছেন, এই অঞ্চলের আগ্নেয়গিরির কার্যকলাপ সম্পর্কে ‘খুব কমই গবেষণা হয়েছে।
নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ আরিয়ানা সোলদাতি ‘সায়েন্টিফিক আমেরিকান’ সাময়িকীকে বলেন, যত দিন ম্যাগমা তৈরির পরিস্থিতি বিদ্যমান থাকে, তত দিন একটি আগ্নেয়গিরি এক হাজার বা ১০ হাজার বছর সক্রিয় না থাকলেও অগ্ন্যুৎপাত ঘটাতে পারে।
হায়লি গুব্বি একটি ‘শিল্ড আগ্নেয়গিরি’, যা পূর্ব আফ্রিকার রিফ্ট জোনে অবস্থিত। এই স্থানে আফ্রিকান ও আরব টেকটোনিক প্লেটগুলো বছরে ০ দশমিক ৪ থেকে ০ দশমিক ৬ ইঞ্চি হারে ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে।
এই ভূবিজ্ঞানী বলেন, ‘এই অঞ্চলে বড় অগ্ন্যুৎপাতের কলাম, যেমন বিশাল ছাতার মতো মেঘ দেখা সত্যিই বিরল।’
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। তবে স্থানীয় পশুপালক গোষ্ঠীগুলোর ওপর এর প্রভাব মারাত্মকভাবে পড়তে পারে।
আমারবাঙলা/এসএ