নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটে বাসচাপায় নুরজামাল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার সকালে লালমনিরহাট-রংপুর মহাসড়কে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের জাহাঙ্গীর মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরজামাল ইসলাম সদর উপজেলার হারাটি ইউনিয়নের ঢাকনাই গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় উত্তর চিনিপাড়া বায়তুন নুর জামে মসজিদের খতিব। পুলিশ জানায়, মসজিদ সংলগ্ন মকতবে শিক্ষার্থীদের পড়াতে বাড়ি থেকে বাইসাইকেলে করে যাচ্ছিলেন নুরজামাল ইসলাম। পথে জাহাঙ্গীর মার্কেট এলাকায় রংপুরগামী একটি বাস পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            