সারাদেশ

‘যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হলে দেশ হবে সমৃদ্ধশালী’

চট্টগ্রাম প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হলে বাংলাদেশ আরো উন্নত ও সমৃদ্ধশালী হবে। এটি কুরআনের শাসন কায়েম ছাড়া সম্ভব নয়।

তাই কুরআন-সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য সৎ, যোগ্য এবং আল্লাহভীরু লোকদের হাতে নেতৃত্ব দিতে হবে। এজন্য আলেম ওলামাসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ফটিকছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মপুর শাখার আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু জাফর মোহাম্মদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ফটিকছড়ি থানা জামায়াতে ইসলামীর আমীর নাজিম উদ্দিন ইমু এবং জামায়াতে ইসলামী শিল্প ও বাণিজ্য শাখা চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি মোহাম্মদ আবদুর রহিম।

নাজিম উদ্দিন ইমু বলেন, ফটিকছড়ির প্রতিটি এলাকায় জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছাতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির লক্ষ্যে কাজ করতে হবে।

ইফতার মাহফিলে বক্তব্য দেন ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নুরুল আলম আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ইউসুফ বিন সিরাজ, মসজিদ মিশন ফটিকছড়ি উপজেলার সভাপতি মাওলানা তৈয়ব নূরী, আদর্শ শিক্ষক পরিষদ ফটিকছড়ি উপজেলার সভাপতি অধ্যাপক মো. সেলিম, মুরাদপুর-চান্দগাঁও অঞ্চল সিবিএফ এর সভাপতি মো. রাশেদুল আজম মনজুর, পাঁচলাইশ অঞ্চল সিবিএফ এর সভাপতি মো. কামাল উদ্দিন, জামায়াতে ইসলামী আবদুল্লাহপুর ইউনিয়নের সভাপতি মাওলানা নুরুল আলম, বক্তপুর ইউনিয়নের সভাপতি ফজলুল কাদের, জাফত নগর ইউনিয়নের সভাপতি আওয়াল আলী, আজাদী বাজার ব্যবসায়ী কল্যাণের সভাপতি বাবুল ও সেক্রেটারি ওমর ফারুক এবং ফতেহ নগর আইনুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা কাউছার উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। শেষে দোয়া পরিচালনা করেন আজাদী বাজার মাদ্রাসার শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম।

এদিকে ফটিকছড়ি উপজেলার হালদারকুল আনন্দ বাজার এলাকায় জামায়াতে ইসলামী সমিতিরহাট ইউনিয়ন শাখার সভাপতি ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে ইফতার উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শুরু থেকেই দেশের শাসনব্যবস্থায় ইসলামী নীতির প্রতিফলন ঘটানোর জন্য নিরন্তর সংগ্রাম করে আসছে।

তিনি বলেন, ‘মহান আল্লাহ তায়ালার অবতীর্ণ কিতাব কুরআন শুধুমাত্র আধ্যাত্মিক দিক থেকে আমাদের পথপ্রদর্শন করে না, বরং এটি আমাদের সমাজের প্রতিটি দিক, অর্থনীতি, আইন, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় দিকনির্দেশনা প্রদান করে। কুরআনের শাসন প্রতিষ্ঠা মানে, আমাদের জীবনের প্রতিটি স্তরে ন্যায়, সত্য, সৎ কর্ম এবং সহমর্মিতার ভিত্তিতে একটি আদর্শ সমাজ গঠন করা। কুরআনের আইন প্রতিষ্ঠা হলে দেশ থেকে দুর্নীতি, অপসংস্কৃতি, বৈষম্য, শোষণ, এবং অন্যায় দূর হবে।’

জামায়াতে ইসলামী রোসাংগীরি ইউনিয়ন শাখার সেক্রেটারি শাহেদুল আলম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী শিল্প ও বাণিজ্য শাখার চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি মোহাম্মদ আবদুর রহিম, সমিতিরহাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম, ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সমিতিরহাট ইউনিয়ন শাখার সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরী, ব্যবসায়ী রেজাউল করিম প্রমুখ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হামাসের নিরস্ত্রীকরণ প্রশ্নে প্রায় ৭০ শতাংশ ফিলিস্তিনি ঘোরবিরোধী

হামাস নিরস্ত্র হোক, চান না ৭০ শতাংশ ফিলিস্তিনি বেশির ভাগ ফিলিস্তিনি...

‘হ্যাঁ’ ‘না’ পোস্টে সরগরম ফেসবুক 

সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে তোলপাড় চলছে ‘হ্যাঁ’ ‘না&rsqu...

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

আগামী জাতীয় নির্বাচনে এআই অপপ্রচার মোকাবিলাই বড় চ্যালেঞ্জ 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নি...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

কমিটি বাতিলের দাবিতে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর...

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলা

নরসিংদীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।...

বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে; 'না' বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "...

লাইফস্টাইল
বিনোদন
খেলা