‘সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সহিংসতা নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন অংশিজনদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সোনাগাজী উপজেলা কমিটির আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় সমাবেশটি হয়।
শুক্রবার (০৭ মার্চ) বিকেলে পৌর শহরের একটি রেস্টুরেন্টে এ সমাবেশটি আয়োজন করা হয়।
পিএফজি'র সদস্য জ্যোতিষ চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে ও সুজন সোনাগাজী উপজেলা সাধারন সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশ বক্তব্য রাখেন সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ মোস্তফা, সেক্রেটারি এ কিউ এম বদরুদ্দোজা, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মোবারক ( ভিপি দুলাল ), পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সাংগঠিক সম্পাদক মুফতি আবদুর রহমান ফরহাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ মুহাম্মদ হিজবুল্লাহ।
এ ছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দাস, সুজন সোনাগাজী উপজেলা সভাপতি শেখ আবদুল হান্নান, সোনাগাজী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাবেদ হোসাইন মামুন, দৈনিক কালবেলা সোনাগাজী প্রতিনিধি মোতাহের হোসেন ইমরান, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ সদস্য বায়েজিদ হোসেন বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় বক্তারা সোনাগাজী উপজেলায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভার আয়োজনের উদ্যোগ গ্রহণের মতামত ব্যক্ত করেন।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            