ছবি: সংগৃহীত
সারাদেশ

মৌলভীবাজারে চারটি আসনে ৩১ জনের মনোনয়নপত্র দাখিল

মৌলভীবাজার প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩১ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মৌলভীবাজার জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেলের কাছে সর্বপ্রথম মনোনয়নপত্র জমা দেন মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম নাসের রহমান।

এরপর বিকাল ৩টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল মান্নান। একই সময়ে খেলাফত মজলিস মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল জেলা রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন।

এছাড়াও একই দিনে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনের পূর্বনির্ধারিত সময়সীমার মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা লুৎফুর রহমান কামালী এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী জহর লাল দত্তসহ মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা জানান, জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহকারী মোট ৩২ জন প্রার্থীর মধ্যে ৩১ জন জেলা রিটার্নিং কর্মকর্তা ও বিভিন্ন উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর আগে জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার চারটি নির্বাচনী আসন থেকে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় পার্টি (জিএম কাদের)সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৩২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা হলেন

মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী):
নাসির উদ্দিন আহমেদ মিঠু (বিএনপি), মোহাম্মদ আমিনুল ইসলাম (জামায়াতে ইসলামী), লোকমান আহমদ (খেলাফত মজলিস), বেলাল আহমদ (স্বতন্ত্র), সাইফুল ইসলাম (বাংলাদেশ খেলাফত মজলিস), আহমদ রিয়াজ (জাতীয় পার্টি) ও মোঃ শরিফুল ইসলাম (গণফ্রন্ট)।

মৌলভীবাজার-২ (কুলাউড়া):
মোঃ শওকতুল ইসলাম শকু (বিএনপি), মোহাম্মদ রওশন আলী (বিএনপি), মোঃ সায়েদ আলী (জামায়াতে ইসলামী), এম. জিমিউর রহমান চৌধুরী (স্বতন্ত্র), মোঃ ফজলুল খান (স্বতন্ত্র), সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল–মার্কসবাদী), মোঃ আব্দুল মালিক (জাতীয় পার্টি), আব্দুল কুদ্দুস (ইসলামী আন্দোলন), নওয়াব আলী আব্বাস খান (স্বতন্ত্র) ও মোঃ সাইফুর রহমান (খেলাফত মজলিস)।

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর–রাজনগর):
এম নাসের রহমান (বিএনপি), মোঃ আব্দুল মান্নান (জামায়াতে ইসলামী), রেজিনা নাসের (স্বতন্ত্র), আহমদ বিলাল (খেলাফত মজলিস), মোহাম্মদ লুৎফুর রহমান কামালী (বাংলাদেশ খেলাফত মজলিস) ও জহর লাল দত্ত (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি)।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ):
মোঃ মহসিন মিয়া (স্বতন্ত্র), শেখ নূরে আলম হামিদী (বাংলাদেশ খেলাফত মজলিস), মোহাম্মদ আব্দুল রব (জামায়াতে ইসলামী), মোঃ মুজিবুর রহমান চৌধুরী (বিএনপি), জালাল উদ্দিন আহমদ জিপু (বিএনপি), মোহাম্মদ জরিফ হোসেন (জাতীয় পার্টি), মোঃ আবুল হোসেন (বাসদ), প্রীতম দাস (জাতীয় নাগরিক পার্টি–এনসিপি) ও মুঈদ আশিক চিশতী (বিএনপি)।

মৌলভীবাজার জেলায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন, নারী ভোটার ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীর বাজারে কমে আসছে পেঁয়াজ ও শাক-সবজির দাম

মনোহরদীর বাজারে কমে আসছে পেঁয়াজ ও শাকসবজির দাম। বিশেষ করে নতুন দেশি পেঁয়াজে...

অসুস্থতার ভারে ভেঙে পড়া এক পরিবারের করুণ গল্প

চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের রাতে সড়কের পাশে পড়ে ছিল দুই শিশু। বড় বোন আয়শ...

চন্দনাইশে গরম পানির ডেকচিতে পড়ে শিশুর মৃত্যু

চন্দনাইশে গরম পানির ডেকচিতে পড়ে দগ্ধ হয়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।...

চকরিয়া–পেকুয়া আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন জমা

কক্সবাজার–১ (চকরিয়া ও পেকুয়া) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে...

নির্বাচন না করে এনসিপির মুখপাত্র হলেন আসিফ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ...

কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের অভিযান

কক্সবাজারে পর্যটকবাহী জাহাজে নিরাপত্তা নিশ্চিতে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস...

মৌলভীবাজার-৪ আসনে নির্বাচনী মাঠে পিতা ও পুত্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গ...

খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন হবে জিয়াউরের কবরের পাশে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগাম...

বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় মহাকালের সাক্ষী হয়ে রইলো: অপু বিশ্বাস

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ম...

মৌলভীবাজারে চারটি আসনে ৩১ জনের মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে মৌলভীবাজার জেলার চারটি স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা