সংগৃহিত
খেলা

মোস্তাফিজের এখন আইপিএলে শেখার কিছু নেই

ক্রীড়া ডেস্ক: তার আইপিএল খেলা এবং ফিরে আসা নিয়ে চারদিকে নানা কথাবার্তা। কেন মোস্তাফিজুর রহমানকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে? জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চেয়ে আইপিএল খেলা অনেক বেশি উপকারী হতো না? এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ক্রিকেটপাড়ায়।

এ নিয়ে বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক বিসিবির ভাবনা কি? মোস্তাফিজ ইস্যুতে আসলে বিসিবি কী চায়? দুদিন আগে বিসিবির অন্যতম পরিচালক আকরাম খান বলেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে খেলার চেয়ে আইপিএল খেলাই মোস্তাফিজের জন্য বেশি ভালো হবে।

আজ বুধবার দুপুর গড়িয়ে বিকেল নামতেই বিসিবির আরেক পরিচালক জালাল ইউনুস জানান, জিম্বাবুয়ে সিরিজের আগে আইপিএল থেকে দেশে ফিরিয়ে আনা হবে মোস্তাফিজকে।

কাটার মাস্টার কবে দেশে ফিরবেন? তার দিন তারিখ জানিয়ে জালাল বলেন, ‘মোস্তাফিজকে আমরা ১ মে পর্যন্ত খেলতে দিয়েছি। ২ মে সে চলে আসবে দেশে। ৩ মে তাকে পাওয়া যাবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার চেয়ে মোস্তাফিজের চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলাটাই কি ভালো হতো না? এমন প্রশ্নর জবাবে ক্রিকেট অপস চেয়ারম্যান অনেক বড় জবাব দিয়েছেন।

জালালের প্রথম কথা, ‘মোস্তাফিজের এখন আইপিএলে খেলে শেখার কিছু নেই। মোস্তাফিজের লার্নিং প্রসেস ইজ ওভার। বরং আইপিএলের অনেক খেলোয়াড় মোস্তাফিজের থেকে শিখতে পারে।’

ওপরের মন্তব্য শুনে মনে হতে পারে, বিসিবির সিনিয়র পরিচালক জালাল খানিক আবেগতাড়িত হয়েই এমন মন্তব্য করেছেন। কিন্তু পরে তিনি বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন।

জালাল বলেন, ‘মোস্তাফিজ আইপিএল খেললে তাতে বাংলাদেশের কোনো লাভ হবে না। মোস্তাফিজকে পেয়ে অন্যদের লাভ হবে। আইপিএল খেলাটা আপনাদের কাছে মনে হয় ৪ ওভারের খেলা। কিন্তু কত ধকল নিতে হয়, আপনারা হয়তো জানেন না। রাতের বেলা কিন্তু তাদের ট্রাভেল করতে হয়। খেলা শেষে রাতের বেলা একটায় বিমানবন্দরে গিয়ে ঘুমিয়ে তাদের ট্রাভেল করতে হয়। এটায় অনেক কষ্ট।’

‘আমাদের চিন্তার বিষয় হচ্ছে, মোস্তাফিজের শরীর, তার ফিটনেস। তারা চাইবে ওর থেকে ১০০ ভাগ নেওয়ার জন্য। তার ফিটনেসের দিকে কিন্তু ওদের কোনো মাথাব্যথা নেই। আমাদের আছে। তাকে ফিরিয়ে আনার কারণ শুধু জিম্বাবুয়ে সিরিজে খেলানোর জন্য নয়। তাকে ওয়ার্কলোড দিয়ে আমরা খেলাব। এখানে আনলে তাকে ওয়ার্কলোড দিয়ে পরিকল্পনা দেব।’

‘আইপিএলে কিন্তু ওই প্ল্যান হবে না। মোস্তাফিজের লার্নিং প্রসেস ওভার। আর শেখার কিছু নেই। সাত-আট বছর ধরে ক্রিকেট খেলে আইপিএলে। লাভবান তারা হবে, আমরা হবো না’-বলেন জালাল।

মোস্তাফিজ ইস্যুতে বিসিবির ভাবনা জানিয়ে জালাল বলেন, ‘মোস্তাফিজের বিষয়টা আমরা বোর্ড ডিল করি। আপনারাও বুঝতে পারছেন। মোস্তাফিজকে প্রয়োজন কিন্তুু জাতীয় দলের স্বার্থ প্রথমে।’

‘আপনারা জানেন, ২০২১ সালে দুজন খেলোয়াড় আইপিএল খেলে বিশ্বকাপে জয়েন করেছিল। ওখানে তারা ক্লান্ত ছিল। তারাও বলেছে তারা ক্লান্ত। আমরা ওরকম কোনো পরিস্থিতি তৈরি করতে চাই না। মোস্তাফিজকে দেশে ফিরে আনার মানেই যে জিম্বাবুয়ে সিরিজে খেলাব তা না। তাকে আমরা ওয়ার্কলোড দেব, প্রেসার কমাব। দলের সঙ্গে থাকবে। আন্ডারস্ট্যান্ডিং থাকবে।’

‘একটা বিশ্বকাপ। একটা বড় ইভেন্টে যাচ্ছে। ইভেন্টে গিয়ে যেন খেলোয়াড়দের সঙ্গে একসঙ্গে থাকতে পারে। মে মাসেই কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনটা টি-টোয়েন্টি শুরু হয়ে যাবে। তাকে তো ওখানে মানিয়ে নিতে হবে নিজের সঙ্গে। যাওয়ার আগে হি হ্যাজ টু বি ফিজিক্যালি ফিট। ক্লান্ত হলে তো সে পারবে না। আমার কী দরকার? আমার দরকার ফ্রেশ মোস্তাফিজ। ক্লান্ত মোস্তাফিজকে তো আমরা চাই না।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

বিপৎসীমা ছাড়িয়ে গেছে তিস্তার পানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি আব...

এক লাফে ট্যারিফ বাড়ল গড়ে ৪০ শতাংশ

বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করেই নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করা হয়...

বগুড়ায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে এক নারী ও তার কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা...

বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানি তারকা অভিনেত্রী হানিয়া আমির। সানসিল...

ড. ইউনূসকে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে নই: রাশেদ খান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের সমালোচনা আমিও ক...

হাসপাতালে ভর্তির পর ডেঙ্গুতে এক দিনে ৫০% মৃত্যু

চলতি বছর দেশে প্রায় ৫০ শতাংশ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা