পবিত্র কুরআন শরিফ পোড়ানোর অভিযোগকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ শহরের গণকপাড়া রাড়ীবাড়ি এলাকায় তীব্র উত্তেজনা।
শুক্রবার রাত ১১টার দিকে এলাকাবাসী অভিযুক্তদের বাড়ি ঘেরাও করলে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ২জনকে আটক করে।
স্থানীয় সূত্রের মাধ্যমে জানা যায়, গত ৩ ডিসেম্বর রাত প্রায় পোনে ৩টার দিকে মো. শফিউল বাসার হাসিব (৪০) নিজ বসতঘরে কুরআন শরিফে আগুন দেয়। ঘটনাটি তার ফুফু হোসনেয়ারা হাসনাত (৫৬) প্রত্যক্ষ করেন। পরে সকালে হাসিবের বাবা মো. রবিউল আওয়াল জসিম ওরফে খোকন (৬৫) পোড়া পৃষ্ঠা ও ছাই পাশের ডোবায় ফেলেন।
বিষয়টি শুক্রবার এলাকায় জানাজানি হলে মুসল্লিদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। আশপাশের মানুষ অভিযুক্তদের বাড়ি ঘেরাও করলে উত্তেজনা চরমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাসদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে ২জনকে আটক করে হেফাজতে নেয়।
সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, হোসনেয়ারা হাসনাতের অভিযোগের ভিত্তিতে মুন্সীগঞ্জ থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দাঙ্গা সৃষ্টির অভিযোগে মামলা হয়েছে। পরে আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ আরও জানায়, বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আমারবাঙলা/এসএ