ছবি: সংগৃহীত
সারাদেশ
টেকনাফ সীমান্তে আতঙ্ক:

মিয়ানমারের ভেতরে টানা গোলাগুলি, বাংলাদেশী জেলে গুলিবিদ্ধ

চট্টগ্রাম ব্যুরো:

টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে টানা গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তবর্তী এলাকায়। শুক্রবার (৯ জানুয়ারি) রাত থেকে হোয়াইক্যং উত্তর পাড়া সীমান্তে শুরু হওয়া এই গোলাগুলি শনিবার (১০ জানুয়ারি) সকাল পর্যন্ত শোনা গেছে। এতে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিলেও পরিস্থিতি সামাল দিতে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোলাগুলির ঘটনাগুলো মিয়ানমারের অভ্যন্তরে ঘটছে। উখিয়ার ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “মিয়ানমারের ভেতরে কোনো অভ্যন্তরীণ ঘটনার কারণে গোলাগুলি হচ্ছে, যার শব্দ এপার থেকে শোনা যাচ্ছে। সীমান্তবর্তী মানুষকে নিরাপত্তার স্বার্থে সীমান্তে না যেতে এবং সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে।” তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অনেক বাসিন্দা এই সতর্কতা মানছেন না।
এর মধ্যেই সীমান্ত এলাকায় গোলাগুলির ভয়াবহতার একটি প্রত্যক্ষ ঘটনা সামনে এসেছে। বৃহস্পতিবার রাতে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে আলমগীর (৩১) নামে এক জেলে গুলিবিদ্ধ হন। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী গ্রামের মৃত ছৈয়দ বলির ছেলে। আহত আলমগীরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় জেলেরা জানান, রাখাইন সীমান্ত এলাকায় প্রায়ই শক্তিশালী বোমা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। হোয়াইক্যং সীমান্তের জেলে আলি আহমেদ বলেন, “নাফ নদী বা চিংড়ি ঘেরে মাছ ধরতে যেতে এখন খুব ভয় লাগে। রাতে বাড়িতে থাকলেও আতঙ্ক কাজ করে।”
একই এলাকার বাসিন্দা আব্দুল আমিন জানান, শুক্রবার রাতে কয়েক দফা গুলির শব্দ শোনার পর ভয়ে আর ঘুমাতে পারেননি। তার ভাষায়, “রাখাইনের হোয়াইক্যং সীমান্তের খুব কাছ থেকেই গুলির শব্দ ভেসে আসছে।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, গোলাগুলির মধ্যে সীমান্তে না যেতে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য জেলে ও সীমান্ত এলাকার সাধারণ মানুষকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, নাফ নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও কিছু জেলে তা অমান্য করছেন। এ বিষয়ে স্থানীয় জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির শপথ গ্র...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

দিবাগত গভীর রাতে পুলিশের পরিচয় দিয়ে দরজা খুলতে বাধ্য করে একটি মুরগির খামারে ড...

চবিতে আওয়ামী লীগপন্থী এক শিক্ষককে শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হ...

মিয়ানমারের ভেতরে টানা গোলাগুলি, বাংলাদেশী জেলে গুলিবিদ্ধ

টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে টানা গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে...

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

কক্সবাজারের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত...

ফটিকছড়িতে গুলিতে নিহত ১, আহত ২

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মুহাম্মদ জামাল (৩৫) নামে এক ব...

নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির শপথ গ্র...

আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাজধানীর উত্তরায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাস...

বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাওয়া জামায়াতের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের জামায়াত...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

দিবাগত গভীর রাতে পুলিশের পরিচয় দিয়ে দরজা খুলতে বাধ্য করে একটি মুরগির খামারে ড...

লাইফস্টাইল
বিনোদন
খেলা