কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় উপজেলা তাঁতিদলের তিনজন সক্রিয় সদস্য আহত হয়েছেন। রোববার বিকেলে পেকুয়া সালাহউদ্দিন ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলা তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম এবং তাঁদের সঙ্গে থাকা আরেকজন সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমেদের মনোনয়ন ফরম জমা দিতে পেকুয়া থেকে চকরিয়ায় যান। মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে তাঁদের গাড়িবহরের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, আইয়ুবের বাম বুকের হাড় ভেঙেছে। তাঁকে চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। অন্য দুই আহতকে পেকুয়া সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা তাঁতিদলের আহ্বায়ক জয়নাল আবেদীন আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এ ছাড়া পুলিশ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
আমারবাঙলা/এনইউআ