জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে পজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দির জুয়েল ফিলিং স্টেশনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী ও ফিলিং স্টেশনের কর্ণধার মো. মামুন মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আবুজর গিফারী বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ১ মে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কাজ করে। পরবর্তীতে কিশোরগঞ্জ থেকে আরও ২ টি ইউনিট যোগ দেয়। দুপুর আড়াইটার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানায়, কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বলা যাবে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            