সুমন পারভেজ, জেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে যুবকের বাশের লাঠির আঘাতে কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমার নদীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ওই গ্রামের যুবক কিশোর আসিফ নদীতে বড়শি দিয়ে মাছ ধরছিলো। সেসময় একই গ্রামের যুবক সনি হোসেন সেখানে গোসল করতে যায়। সনিকে একটু দুরে গিয়ে গোসল করতে বললে উভয়ের মাঝে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে সনি বাশ দিয়ে আসিফকে আঘাত করে। বাশের মাথার সুচালো অংশ আসিফের ঘাড়ে ঢুকে গুরুতর আহত হয় সে। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ শৈলকূপা থানা ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে যুবক সনি। আসামি ধরার চেষ্টা চলছে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            