ছবি: সংগৃহীত
সারাদেশ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের ওপর সেতু নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করেছে স্থানীয়রা। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় তারা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন। পরে বেলা ১১টায় সড়ক ও জনপদ বিভাগের আশ্বাসে মহাসড়ক ছেড়ে দেন অবরোধকারীরা।

এদিকে অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেনে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ওই সড়কে চলাচলকারী সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

স্থানীয়রা জানান, বাংলাদেশের বৃহত্তর পাইকারি বাজারগুলোর মধ্যে টঙ্গী বাজার সবচেয়ে প্রাচীন।গাজীপুরবাসী ও রাজধানীর আশপাশের এলাকার ব্যবসায়ীদের একমাত্র নির্ভরযোগ্য হচ্ছে এটি। টঙ্গীর সঙ্গে রাজধানীর উত্তরাসহ আশপাশের এলাকার যাতায়াত ব্যবস্থার একমাত্র মাধ্যম ছিল তুরাগ নদের ওপর নির্মিত আরসিসি দুটি সেতু।বিআরটি প্রকল্পের কারণে সেতু দুটি ভেঙে সেখানে দুটি অস্থায়ী বেইলি ব্রিজ স্থাপন করা হয়।

তারা বলেন, দুটি বেইলি ব্রিজের মধ্যে ইতোমধ্যে একটি বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় টঙ্গী বাজারের আগত ক্রেতা, ব্যবসায়ী ও সাধারণ জনগণ বাধ্য হয়ে ফ্লাইওভার ব্যবহার করছে।ফ্লাইওভার দিয়ে ছোট ভ্যান গাড়ি ও রিকশাযোগে পণ্য পরিবহন ব্যবসায়ীদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। সেই সঙ্গে শিশু এবং বয়স্কদের জন্য এই ফ্লাইওভার ব্যবহার করা অসম্ভব।

এ ছাড়া ফ্লাইওভার ব্যবহার করাও অত্যন্ত অনিরাপদ।ফ্লাইওভারে উঠামাত্রই ক্রেতা এবং ব্যবসায়ীদের কাছ থেকে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-পয়সা ও মালামাল নিয় যায়। টঙ্গীর ৫৬, ৫৭নং ওয়ার্ডের বাসিন্দাদের এই ফ্লাইওভার ব্যবহারের জন্য প্রায় ১ কিলোমিটার ঘুরে আসতে হয়। এ সময় জ্যামে পড়ে তাদের মূল্যবান সময় নষ্ট হয়। মুমূর্ষ রোগী পরিবহনের অ্যাম্বুলেন্সগুলোকেও একই সমস্যার সম্মুখীন হতে হয়।

ফ্লাইওভারের ওপর ছিনতাইকারীদের কবলে পড়ে হতাহতের ঘটনাও ঘটেছে। এর ফলে টঙ্গী বাজারের প্রতি ক্রেতা-বিক্রেতারা আগ্রহ হারিয়ে ফেলছেন। এতে টঙ্গী বাজারের ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান অবরোধকারীরা।

এ সময় উপস্থিত ক্রেতা-বিক্রেতা ও সাধারণ জনগণ টঙ্গী বাজারে নির্বিঘ্নে যাতায়াত ও মালামাল পরিবহনের সহজতর করার লক্ষ্যে অতি দ্রুত টঙ্গী বাজারে অবস্থিত তুরাগ নদের ওপর স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানান।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন- বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সালাউদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বশির উদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদীর মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কা...

কুষ্টিয়ায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থীর পোস্টারে ৮ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি মনোনীত এক সংসদ সদস্য প্রার্থ...

জকসু নির্বাচন তো হলো, কিন্তু নির্বাচিতরা বসবেন কোথায়

প্রতিষ্ঠার পর প্রথম ছাত্র সংসদ নির্বাচন হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তাতে যে প...

লোকালয়ে ঢুকে পড়ছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক বছরে উদ্ধার ৬৭টি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন লোকালয় থেকে গত এক বছরে মোট ৬৭টি বন্যপ্...

নির্বাচন জনগণের হাতছাড়া হলে পুনরায় তা ফিরবে কবে কেউ জানে না: শফিকুর রহমান

এবারের নির্বাচন জনগণের হাতছাড়া হলে পুনরায় তা ফিরবে কবে, কেউ জানে না এমন মন্ত...

নিয়ন্ত্রণ হারিয়ে বর যাত্রীবাহী গাড়ি পড়লো খাদে

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় বরযাত্...

গণভোটে ‘না’ পাস হলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি বিশেষ রাজনৈতি...

জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকালে জ...

ঋণ খেলাপির দায়ে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ঋণখেলাপির অভিযোগে যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টি. এস. আইয়ুবের মনোনয়ন...

জনগণের কথা বলবে সংসদ, থাকবে না সন্ত্রাস ও তোষামোদ: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা