সংগৃহীত
সারাদেশ

চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

রাজশাহী ব্যুরো

ট্রেনের বগি লাইনচ্যুতির চার ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ। উদ্ধার হয়েছে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে উদ্ধারের পর বেলপুকুর থেকে তিতুমীর এক্সপ্রেস ট্রেন চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা শুরু করে সাড়ে ৬টার দিকে বেলপুকুর রেলগেটে পৌঁছালে চার নম্বর বগি লাইনচ্যুত হয়। এতে রেললাইনের কয়েক জায়গা ভেঙে গেছে। একই সঙ্গে স্লিপারের সঙ্গে রেললাইনকে আটকানো হুকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে একটির পর একটি হুক তুলে মেরামত করা হয়। এর আগে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ক্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে।

জানা গেছে, তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হলে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি ও সিল্কসিটি এক্সপ্রেসসহ তিনটি ট্রেন বন্ধ করে দেওয়া হয়। এতে করে স্টেশনে থাকা যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। তবে রেল সংশ্লিষ্টরা বলছেন, লাইনচ্যুত হওয়া বকি উদ্ধার হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। পর্যায়ক্রমে সব ট্রেন এখন ছেড়ে যাবে।

সবুজ ইসমালসহ কয়েকজন ট্রেনে যাত্রী বলেন, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বেলপুকুর এলাকায়া লাইনচ্যুত হয়ে বিকট শব্দ হয়। প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে। এতে করে লাইনচ্যুত হওয়া বগিটির মধ্যে ধুয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কিছুক্ষণ পরে ট্রেনটি থেমে যায়। পরে যাত্রীরা ট্রেন থেকে নেমে আসেন।

রেল বিভাগ জানিয়েছে, ১১টি বগি নিয়ে ট্রেনটি যাত্রা করে সকালে। পথে বেলপুকুর এলাকায় আসলে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর ট্রেনটি থেমে যায়। এতে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। আসা রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার করে।

পাকশী রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল ট্রান্সপোর্ট ম্যানেজার হাসিনা খাতুন বলেন, ট্রেনটি উদ্ধারের পরে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। কেন বগি লাইনচ্যুত হয়েছে তা তদন্ত না করে বলা যাবে না। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘হ্যাঁ’ ‘না’ পোস্টে সরগরম ফেসবুক 

সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে তোলপাড় চলছে ‘হ্যাঁ’ ‘না&rsqu...

আগামী জাতীয় নির্বাচনে এআই অপপ্রচার মোকাবিলাই বড় চ্যালেঞ্জ 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নি...

ইংল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকাপে ইতিহাস দক্ষিণ আফ্রিকার

আক্ষেপ ঘুচল দক্ষিণ আফ্রিকার মেয়েদের। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফা...

সকাল থেকে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় রাজধা...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

কমিটি বাতিলের দাবিতে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর...

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলা

নরসিংদীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।...

বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে; 'না' বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "...

লাইফস্টাইল
বিনোদন
খেলা