চকরিয়ার সাহারবিল রেলস্টেশনে সৈকত এক্সপ্রেস ট্রেনের খাবারের কোচে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কোচটির জানালার কাঁচ ভেঙে গেছে। এ ঘটনায় কোচে দায়িত্ব পালনরত সফিকুল ইসলাম নামের একজন এটেনডেন্ট সামান্য আহত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
রেলস্টেশন সূত্র জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়েই চকরিয়া স্টেশনে পৌঁছায়। এ সময় এক ভাসমান ডিম বিক্রেতা ট্রেনের ভেতরে ডিম বিক্রি করছিলেন। খাবারের কোচে ঢুকতে চাইলে এক যাত্রী তাঁকে বাধা দেন। এ নিয়ে ওই যাত্রী ও ডিম বিক্রেতার মধ্যে বাক্বিতণ্ডা হয়।
একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে ট্রেনের অন্য যাত্রীরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন। পরে ডিম বিক্রেতা ট্রেন থেকে নেমে যান। তবে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে দেওয়ার সময় তিনি ক্ষুব্ধ হয়ে খাবারের কোচ লক্ষ্য করে পাথর ছুড়ে মারেন। পাথরটি জানালার কাঁচে আঘাত করলে কাঁচ ভেঙে যায় এবং এতে কোচের এটেনডেন্ট সফিকুল ইসলাম আহত হন।
চকরিয়া রেলস্টেশনের ইনচার্জ মো. ফরহাদ বিন জাফর চৌধুরী বলেন, ঘটনার পর স্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পাথর নিক্ষেপকারী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁর নাম মনসুর আলম। তিনি চকরিয়ার সাহারবিল এলাকার আব্দুল জব্বার সিকদারপাড়া গ্রামের বাসিন্দা।
তিনি আরও বলেন, বিষয়টি রেল প্রশাসন ও রেল পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আমারবাঙলা/এনইউআ