আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ থেকে ৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ৩৪ প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীসহ ২৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া কুষ্টিয়া-১, ২ ও ৪ আসনের স্বতন্ত্র প্রার্থীসহ ৬ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। এ সময় সংশ্লিষ্ট আসনের সকল রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রস্তাবকারী ও সমর্থনকারীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
মনোনয়ন বাতিলের কারণ হিসেবে জানানো হয়, যাচাই-বাছাইয়ে কাগজপত্র সঠিক না থাকা এবং প্রয়োজনীয় তথ্যের গড়মিল থাকায় স্বতন্ত্রসহ ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান এবং বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ সকল দলের প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীরা।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, চারটি আসনে যাচাই-বাছাইয়ে ৬ জন প্রার্থীর কাগজপত্রে ত্রুটি পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্য ২৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের সকল প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।
আমারবাঙলা/এসএবি