কুষ্টিয়ায় সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াতে ইসলামীর আমির আবুল হাসেম স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া পৌরসভার লাল মোহাম্মদ তেল ঘরের সামনে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বক্তব্য চলাকালীন মাটিতে লুটিয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য মান্নান হার্ট হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে সেখানে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আমির হামজার তিন বছর আগের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওকে কেন্দ্র করে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় আমির হামজা ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
এরই প্রতিবাদে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সোমবার বিকেলে একটি র্যালি ও জনসভার আয়োজন করা হয়। কুষ্টিয়া পৌরসভা এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে লাল মোহাম্মদ তেল ঘরের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার সময়ই জেলা আমির আবুল হাসেম অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শোক ও সমবেদনা জানানো হয়েছে।
আমারবাঙলা/এসএ