ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীরা
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ওয়াপদা মোড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।
তারা গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় তিন ঘণ্টা মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়ক অবরোধ করেন, এতে তীব্র যানজট সৃষ্টি হয়।
বক্তারা অভিযোগ করেন, নতুন কমিটিতে আওয়ামী লীগপন্থীদের জায়গা দেওয়া হয়েছে, অথচ ত্যাগী বিএনপি নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে। তারা হুঁশিয়ারি দেন, “এই কমিটি বাতিল না হলে ফরিদপুর-১ আসনের সব যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে।”
জানা গেছে, ফরিদপুর-১ আসনে দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই কোন্দল চলছে। সম্প্রতি ঘোষিত কমিটি ঘিরে সেই বিরোধ নতুন করে প্রকাশ পেয়েছে। আন্দোলনকারীরা ঘোষণা দেন, কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
আমারবাঙলা/এসএ