কিশোরগঞ্জ (কটিয়াদী) প্রতিনিধি
সারাদেশ

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের টিকা সংকট, উদ্বিগ্ন অভিভাবকরা

কিশোরগঞ্জ (কটিয়াদী) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েক সপ্তাহ ধরে শিশুদের জন্য সরকার নির্ধারিত টিকা না থাকায়, স্বাস্থ্য সুরক্ষা সংকটে ভুগছেন অভিভাবকরা। অপরদিকে টিকা সংকট থাকার কারণে নির্ধারিত কক্ষে ঝুলছে তালা।যার ফলে শিশুদের টিকা নিতে আসা জনগণ হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

জানা যায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) এর আওতায় জন্মের পর থেকে ২৩ মাস বয়সের মধ্যে শিশুদের বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে ১০ ধরনের টিকা দেওয়া হয়ে থাকে।

রবিবার (২৩ মার্চ) স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, টিকা না থাকায় শিশুদের মা ও অভিভাবকরা বাড়ি ফিরে যাচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চন্দ্রমল্লিকা ভবনের নিচ তলায় টিকাদানের জন্য নির্দিষ্ট কক্ষটিতে তালা ঝুলানো। দায়িত্বে থাকা দুজন স্বাস্থ্যকর্মীকে তালা ঝুলানোর কথা জিজ্ঞাসা করায় তারা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা এক নারীকে, শিশুদের টিকাদান নিয়ে জানতে চাইলে তিনি বলেন সোম ও মঙ্গলবারে আসতে। তবে এ ধরনের কোন নির্দেশিকা তিনি দেখাতে পারেননি। এ সময় বেশ কয়েকজন টিকা সেবা প্রত্যাশী অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, তারা দূর দূরান্ত থেকে বেশ কয়েকবার টাকা পয়সা খরচ করে এখানে এসেও শিশুদের টিকা না থাকায় টিকা দিতে পারেননি। যার ফলে তারা এ ব্যাপারে খুবই হতাশা প্রকাশ করছেন।

এক অভিভাবক আল-আমিন বলেন, আমি ছেলেকে টিকা দিতে এসে সকালে দীর্ঘ অপেক্ষার পর টিকা কেন্দ্রে গিয়ে দেখি দরজায় তালা ঝুলছে। সময়মতো ও ধারাবাহিক ভাবে টিকা দিতে না পারলে স্বাস্থ্য -সুরক্ষা সংকটে পড়বে। এ ব্যাপারে আমার মত অনেক অভিভাবকই উদ্বিগ্ন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রের দায়িত্বে থাকা , রিয়াজ মাহমুদ মুক্তা বলেন, শিশুদের কয়েক ধরনের রোগের টিকা আমাদের এখানে নেই। যেমন বর্তমানে বিসিজি, পেন্টা, পিসিভি টিকা আমাদের এখানে শেষ হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানানো হয়েছে কিন্তু দু সপ্তাহ ধরে আমাদের এখানে টিকা নেই বলে তিনি স্বীকার করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইশা খান শিশুদের টিকা সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, দুই সপ্তাহ ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে শিশুদের টিকা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত শিশুদের টিকা সরবরাহের ব্যাপারে জানানো হয়েছে। তবে কবে নাগাদ শিশুদের টিকা পাওয়া যেতে পারে, এ বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোন সময় বা তারিখ জানাতে পারেননি।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুশীলা কারকির উত্থান যেভাবে

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কারকি দেশটির অন্তর্বর্তী সরকারের প্...

১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্য...

রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধের ঘট...

আয়ের দিক দিয়ে ফের মেসিকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো

রেকর্ডের দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির হাড্ডাহাড্ডি লড়াই চলে। কিন্...

সাবালেঙ্কার সাফল্যের রহস্য

সদ্য ইউএস ওপেন নারী এককের শিরোপাজয়ী বেলারুশের টেনিসকন্যা আরিনা সাবালেঙ্কা নিজ...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তাঁরা জুলাই শহীদ 

রাজধানীর ওয়ারীতে গত বছরের ১৪ আগস্ট কুপিয়ে হত্যা করা হয় বিএনপি নেতা মো. আল-আমি...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

নুরাল পাগলা দরবারে হামলা, গোয়ালন্দে ওসির পর ইউএনওর বদলি

রাজবাড়ীর গোয়ালন্দে নুর‌াল পাগ‌লার দরবার ও বাড়িতে হামলা ও মরদেহে আগু...

বিশ্বের নতুন দ্রুততম মানবী জেফারসন–উডেন

নতুন দ্রুততম মানবী পেল বিশ্ব। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা