কিশোরগঞ্জ (কটিয়াদী) প্রতিনিধি
সারাদেশ

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের টিকা সংকট, উদ্বিগ্ন অভিভাবকরা

কিশোরগঞ্জ (কটিয়াদী) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েক সপ্তাহ ধরে শিশুদের জন্য সরকার নির্ধারিত টিকা না থাকায়, স্বাস্থ্য সুরক্ষা সংকটে ভুগছেন অভিভাবকরা। অপরদিকে টিকা সংকট থাকার কারণে নির্ধারিত কক্ষে ঝুলছে তালা।যার ফলে শিশুদের টিকা নিতে আসা জনগণ হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

জানা যায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) এর আওতায় জন্মের পর থেকে ২৩ মাস বয়সের মধ্যে শিশুদের বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে ১০ ধরনের টিকা দেওয়া হয়ে থাকে।

রবিবার (২৩ মার্চ) স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, টিকা না থাকায় শিশুদের মা ও অভিভাবকরা বাড়ি ফিরে যাচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চন্দ্রমল্লিকা ভবনের নিচ তলায় টিকাদানের জন্য নির্দিষ্ট কক্ষটিতে তালা ঝুলানো। দায়িত্বে থাকা দুজন স্বাস্থ্যকর্মীকে তালা ঝুলানোর কথা জিজ্ঞাসা করায় তারা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা এক নারীকে, শিশুদের টিকাদান নিয়ে জানতে চাইলে তিনি বলেন সোম ও মঙ্গলবারে আসতে। তবে এ ধরনের কোন নির্দেশিকা তিনি দেখাতে পারেননি। এ সময় বেশ কয়েকজন টিকা সেবা প্রত্যাশী অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, তারা দূর দূরান্ত থেকে বেশ কয়েকবার টাকা পয়সা খরচ করে এখানে এসেও শিশুদের টিকা না থাকায় টিকা দিতে পারেননি। যার ফলে তারা এ ব্যাপারে খুবই হতাশা প্রকাশ করছেন।

এক অভিভাবক আল-আমিন বলেন, আমি ছেলেকে টিকা দিতে এসে সকালে দীর্ঘ অপেক্ষার পর টিকা কেন্দ্রে গিয়ে দেখি দরজায় তালা ঝুলছে। সময়মতো ও ধারাবাহিক ভাবে টিকা দিতে না পারলে স্বাস্থ্য -সুরক্ষা সংকটে পড়বে। এ ব্যাপারে আমার মত অনেক অভিভাবকই উদ্বিগ্ন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রের দায়িত্বে থাকা , রিয়াজ মাহমুদ মুক্তা বলেন, শিশুদের কয়েক ধরনের রোগের টিকা আমাদের এখানে নেই। যেমন বর্তমানে বিসিজি, পেন্টা, পিসিভি টিকা আমাদের এখানে শেষ হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানানো হয়েছে কিন্তু দু সপ্তাহ ধরে আমাদের এখানে টিকা নেই বলে তিনি স্বীকার করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইশা খান শিশুদের টিকা সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, দুই সপ্তাহ ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে শিশুদের টিকা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত শিশুদের টিকা সরবরাহের ব্যাপারে জানানো হয়েছে। তবে কবে নাগাদ শিশুদের টিকা পাওয়া যেতে পারে, এ বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোন সময় বা তারিখ জানাতে পারেননি।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈষম্যবিরোধী নেতা রিয়াদের আরেকটি বাসার খোঁজ, মিলল নগদ টাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের আর...

গণভবনই থেকে এসেছিল হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত

জুলাই মাসে ঢাকায় সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় রাজনৈতিক সিদ্ধান্তে হেলিক...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

যুক্তরাষ্ট্রে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত

যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌ...

উলিপুরে নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ...

ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

নাঈম এবার অস্ট্রেলিয়া সফরে

বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছে ২০০৮ স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা