ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকে পেছন থেকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাকচালক ও বাস চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয় আরও ৫ জন।
বুধবার (১ জানুয়ারি) ভোর ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া এলাকায় একটি মাছভর্তি ট্রাকের ডান পাশের পেছনের চাকা নষ্ট হয়ে যায়। পরে ট্রাকটি সাইড করে চালক ট্রাকের ডান দিকের পেছনের চাকা খুলে পরিবর্তন করছিলেন। এমন সময় খুলনা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের চালক নুর আলম (২৬) ও যাত্রীবাহী বাসের চালকের সহকারী (হেলপার) মোঃ আব্দুল কাদের মিয়া (২৫) নিহত হন। এ ঘটনায় আহত হন বাসের অন্তত ৫ যাত্রী। খবর পেয়ে টহলে থাকা হাইওয়ে পুলিশের একটি দল আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
শিবচর হাইওয়ে থানা পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ট্রাক চালক নুর আলম মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁচামারা গ্রামের আইয়ুব আলী মিয়ার ছেলে। নিহত বাসের চালকের সহকারী মোঃ আব্দুল কাদের মিয়া ঝিনাইদহ সদর উপজেলার পূ্র্ব্ তেতুলবাড়িয়া গ্রামের মোঃমফিজুল মালিতার ছেলে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মো. রহমতউল্লাহ বলেন, দুই ব্যক্তিকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, হাইওয়েতে দায়িত্বরত পুলিশের একটি টিম নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমার বাঙলা/এনআর
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            