আন্তর্জাতিক ডেস্ক: আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব এবং মিশর।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, রোববার ( ১৭ সেপ্টেম্বর) পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে বাব আস সিলসিলার প্রবেশপথে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ সময় ইসরাইলি বাহিনী এক পুরুষ ও বয়স্ক এক নারীসহ তিন মুসল্লিকে ব্যাপক মারধর করে। শুধু তাই নয়, মসজিদ প্রাঙ্গণ থেকে দুই মুসল্লিকেও গ্রেপ্তার করেছে ইসরাইলি সৈন্যরা।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, ইহুদি নববর্ষ রোশ হাশানাকে কেন্দ্র করে স্থানীয় ইসরাইলিরা আল আকসা প্রাঙ্গণে ঢুকলে উত্তেজনা দেখা দেয়। পরে সেখানে নিরাপত্তা জোরদার করে ইসরাইলি বাহিনী।
এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও মিশর। আরব নিউজ জানিয়েছে, সৌদি আরব এই হামলাটিকে আন্তর্জাতিক প্রথার স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে। সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে উস্কে দেয়া হয়েছে বলে দাবি করেছে তারা। ইসরাইলি উত্তেজনা বন্ধ করতে ও বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় সুরক্ষা দিয়ে সংঘাত অবসানের জন্য সমস্ত প্রচেষ্টা চালানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব। এরই মধ্যে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এসব আহবান পুনর্ব্যক্ত করেছে।
অন্যদিকে, এক বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের সহিংস কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধ করার আহবান জানিয়েছে। এমন ঘটনা বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমানকে উস্কে দেয় এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে সহিংসতা বাড়াতে উৎসাহিত করে বলে জানিয়েছে তারা।
এবি/ওশিন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            