জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের প্রার্থী মো. সোহেল রানা বলেছেন, আমার আসনের ৩ লাখ ৪৫ হাজার ভোটারের মধ্যে ৩ লাখ ভোটারের সমর্থন পাচ্ছি। আমি আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ বাজার স্টেশনের মুক্তির সোপান থেকে সোনালী আঁশ নিয়ে প্রচারণা শুরু করে দলটি। এসময় তিনি বলেন, আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাব, ভোটের পরে প্রত্যেক কেন্দ্রের রেজাল্ট যেন কেন্দ্রেই ঘোষণা করে আসা হয়।
তিনি বলেন, সিরাজগঞ্জে তৃণমূল বিএনপির কোনো কমিটি নেই, কিন্তু আমি কেন্দ্রীয় কমিটির সদস্য। তবে সিরাজগঞ্জে তৃণমূল বিএনপি নির্বাচিত হলে তারপর কমিটি দেওয়া হবে।
আমরা তৃণমূল বিএনপি মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি জানিয়ে সোহেল বলেন, জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আশা করি।
এ সময় মুক্তির সোপান থেকে একটি মিছিল বের হয়ে মিছিলটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এরপর জনসংযোগ ও ভোটারদের কাছে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি ও তার কর্মীরা।
প্রসঙ্গত, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জান্নাত আরা হেনরী (নৌকা), আমিনুল ইসলাম (লাঙ্গল), আব্দুর রুবেল সরকার (গোলাপ ফুল), সাদাকাত হোসেন খান বাবুল (হাতুড়ী) ও মো. সোহেল রানা (সোনালী আঁশ) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবি/ এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            