সংগৃহীত
বাণিজ্য

ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান,শুক্রবার বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২৫০০ টাকা নির্ধারণ করেছে মজুরি বোর্ড। সরকার নির্ধারিত নতুন এ মজুরির ঘোষণা প্রত্যাখ্যান করে ফের আন্দোলনের ডাক দিয়েছেন শ্রমিক নেতারা।

শুক্রবার (১০ নভেম্বর) বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা করেন তারা।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনের তোপখানা রোডে মজুরি বোর্ডের সামনে কয়েকটি গার্মেন্টস সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

এ সময় শ্রমিক আন্দোলনের সমন্বয়ক তাসলিমা আখতার জানান, মজুরি বোর্ড যে প্রহসনের প্রস্তাব মন্ত্রণালয়ে দিয়েছে, তা দেশের ৪০ লক্ষ শ্রমিক প্রত্যাখ্যান করেছে। শ্রমিকেরা কখনোই এ প্রস্তাব মেনে নেবে না।

তিনি আরও বলেন, মালিকপক্ষ ও সরকার শ্রমিকদের কখনোই মানুষ মনে করে না। শুক্রবার আমরা বিক্ষোভ কর্মসূচির আহ্বান করছি। সেখান থেকে আমরা বৃহত্তর কর্মসূচির ঘোষণা করবো।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ জানান, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিতে এ মজুরি অপ্রতুল। ১২৫০০ টাকায় এখন কোনোভাবেই একজন শ্রমিকের জীবন চলবে না। এ মজুরি পরিবর্তন করে শ্রমিকদের বাঁচার মতো মজুরি নির্ধারণ করতে হবে।

এ দিন বিকেলে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২৫০০ টাকা নির্ধারণ করে সরকার। সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে নতুন এ মজুরি ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

প্রতিমন্ত্রী বলেন, সভায় অংশ নেয়া শ্রমিক প্রতিনিধি এ সিদ্ধান্ত গ্রহণযোগ্য বলে মনে করে। আগামী ১ ডিসেম্বর থেকে এ মজুরি কার্যকর হবে।

প্রসঙ্গত, গত ২ সপ্তাহ ধরে ন্যূনতম মজুরি ২৩০০০ টাকা করার দাবিতে দেশের পোশাক শ্রমিকেরা আন্দোলন করছেন। এতে বেশকিছু কারখানা সাময়িকভাবে বন্ধ রয়েছে। চলতি সপ্তাহ থেকে বন্ধ কারখানাগুলো ধীরে ধীরে চালু হতে শুরু করেছে।

এর আগে সর্বশেষ ২০১৮ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী, পোশাক শ্রমিকরা ৮০০০ টাকা ন্যূনতম মজুরি পাচ্ছিলেন। সে হিসেবে আগের তুলনায় ন্যূনতম মজুরি ৪৫০০ টাকা বেড়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিল্পী বিপাশা গুহঠাকুরতার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

বিশিষ্ট নজরুল-সঙ্গীত শিল্পী বিপাশা গুহঠাকুরতার তৃত...

ঢাকায় পরপর ৩ দিন ৩ দলের সমাবেশ

বৃহস্পতিবার (১ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনের সরকার...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

হিটলারের মৃত্যু কীভাবে হয়েছিল, নতুন তথ্য

এডলফ হিটলার সারাবিশ্বে পরিচিত নাম। তিনি ছিলেন স্বৈ...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন  ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা