সংগৃহিত
খেলা

২২ এপ্রিল সুপার লিগ শুরু

ক্রীড়া ডেস্ক: আগেই জানা, সব ম্যাচ জেতা আবাহনীর সাথে শাইন পুকুর, মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি, প্রাইম ব্যাংক আর গাজী গ্রুপ ক্রিকেটার্স পৌঁছে গেছে সুপার লিগে।

২ দিন বিরতির পর আগামী পরশু, ২২ এপ্রিল থেকে শুরু হব ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে সুপার লিগের সুপার লড়াই। রাউন্ড রবিন লিগের মত এ পর্বেও প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রথম দিন, সোমবার শীর্ষে থাকা আবাহনী মুখোমুখি হবে প্রাইম ব্যাংকের। শেরে বাংলা স্টেডিয়ামে হবে ওই গুরুত্বপূর্ণ ম্যাচটি। এছাড়া ২২ এপ্রিল বিকেএসপি তিন নম্বর মাঠে শাইন পুকুর মুখোমুখি হবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোহামেডান বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ।

২ দিন বিরতি দিয়ে আগামী ২৫ এপ্রিল হবে সুপার লিগের দ্বিতীয় রাউন্ড। ওইদিন চ্যাম্পিয়ন ও শীর্ষে থাকা আবাহনীর লড়াই হবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে। খেলাটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

অন্যদিকে বিকেএসপি ৩ নম্বর মাঠে শাইন পুকুর বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ। আর শেরে বাংলা স্টেডিয়ামে মোহামেডান মুখোমুখি হবে প্রাইম ব্যাংকের। এভাবেই চলবে সুপার লিগ। আগামী ৪ মে শেষ হওয়ার কথা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের।

প্রতিবছর পয়েন্ট টেবিলের নিচের দিকের ৩টি করে দল রেলিগেশন লিগে অংশ নেয়। প্রথম ৬ দল সুপার লিগে শিরোপা লড়াইয়ে অংশ নিলেও পরের তিন দল থাকে নিরাপদ অবস্থানে। এবার সেই নিরাপদ অবস্থানে আছে লিজেন্ডস অফ রুপগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন ও পারটেক্স স্পোর্টিং ক্লাব।

আর নিচের তিন দল সিটি ক্লাব, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি ও রুপগঞ্জ টাইগার্স এবার খেলবে রেলিগেশন লিগে। আগামী ২৩ এপ্রিল রেলিগেশন লিগের প্রথম ম্যাচে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি খেলবে মিরপুরের পল্লবীর সিটি ক্লাবের বিপক্ষে।

আর ২৬ এপ্রিল রুপগঞ্জ টাইগার্স খেলবে সিটি ক্লাবের বিপক্ষে। একই মাঠে ২৯ তারিখ গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি বনাম রুপগঞ্জ টাইগার্স ম্যাচ দিয়ে শেষ রেলিগেশন লীগ।

বলে রাখা ভাল, প্রথম লিগের পয়েন্ট যোগ হবে সুপার ও রেলিগেশন লিগে। তাই সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে আবাহনী। তিন নিকট প্রতিদ্বন্দ্বী শাইন পুকুর, মোহামেডান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে তারা।

আবাহনীর পয়েন্ট ১১ ম্যাচে সবগুলোতে জয়ে ২২। আর ওই তিন দলের সংগ্রহ সমান ১৬ পয়েন্ট করে। বাকি ২ দল প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপ আরও পিছনে। এ দল দুটির পয়েন্ট ১১ ম্যাচে ১৪ করে।

তাই নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে লিটন দাস, নাইম শেখ, এনামুল বিজয়, আফিফ হোসেন ধ্রুব, জাকের আলী অনিক, তাসকিন, শরিফুল ও সাইফউদ্দীনের গড়া আকাশী হলুদ জার্সির দল অনেক সুবিধাজনক অবস্থানে থেকে সুপার লিগ শুরু করবে।

সুপার লিগে আবাহনীকে চ্যালেঞ্জ ছোঁড়ার অবস্থা নেই আর কারো। এ পর্বে এসে আবাহনী যদি প্রথম ৩ ম্যাচ জিতে যায়, তাহলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। সেক্ষেত্রে ২৮ এপ্রিল সুপার লিগে নিজেদের তৃতীয় ম্যাচ জিতে গেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে আবাহনীর। তখন শেষ ২ ম্যাচ হবে তাদের নিয়ম রক্ষার লড়াই।

অন্যদিকে রেলিগেশন লিগে থাকা ৩ দল সিটি ক্লাব, গাজী টায়ার্স একাডেমি আর রুপগঞ্জ টাইগার্সের পয়েন্ট সমান ৪ করে। এই তিন দলের পারস্পরিক মোকাবিলাগুলো তাই গুরুত্বপূর্ণ। এ পর্বে ৩ ম্যাচে যে দল দুটির পয়েন্ট কম থাকবে তারাই রেলিগেশনের খাঁড়ায় পড়ে যাবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

বিপৎসীমা ছাড়িয়ে গেছে তিস্তার পানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি আব...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তাঁরা জুলাই শহীদ 

রাজধানীর ওয়ারীতে গত বছরের ১৪ আগস্ট কুপিয়ে হত্যা করা হয় বিএনপি নেতা মো. আল-আমি...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

নুরাল পাগলা দরবারে হামলা, গোয়ালন্দে ওসির পর ইউএনওর বদলি

রাজবাড়ীর গোয়ালন্দে নুর‌াল পাগ‌লার দরবার ও বাড়িতে হামলা ও মরদেহে আগু...

বিশ্বের নতুন দ্রুততম মানবী জেফারসন–উডেন

নতুন দ্রুততম মানবী পেল বিশ্ব। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা