সংগৃহীত
খেলা

তিন সংস্করণে তিন অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

একই সঙ্গে তিন সংস্করণেই নেতৃত্ব দিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। স্বাভাবিকভাবেই অনেকটা চাপে ছিলেন তিনি; সেটি প্রকাশও করেছেন নাজমুল। নেতৃত্ব ছাড়তে চাওয়ার কথা জানান এ ব্যাটার। পরে টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়ক হিসেবে ওপেনার ও উইকেটরক্ষক লিটন দাসের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ওয়ানডে ক্রিকেটের জন্যও নতুন অধিনায়ক বেছে নেওয়া হলো। ওয়ানডে সংস্করণে টাইগারদের নতুন দলপতি এখন মেহেদি হাসান মিরাজ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে মিরাজের কাঁধে নেতৃত্ব তুলে দেওয়ার ঘোষণা আসে বোর্ডের তরফ থেকে। এ ঘোষণার মধ্য দিয়ে তিন সংস্করণে ভিন্ন তিন অধিনায়ক বেছে নিল বাংলাদেশ।

মিরাজ অধিনায়কত্ব পেয়েছেন নাতিদীর্ঘ সময়ের জন্য। এক বছরের জন্য তার হাতে তুলে দেওয়া হয়েছে ওয়ানডে দলের দায়িত্ব। ২৭ বছর বয়সী এ অলরাউন্ডারের জন্য এটা বিরাট সুযোগ বটে। এর আগে আসছে মৌসুমের জন্য টেস্ট ক্রিকেট দলের সহঅধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয় তাকে। কিন্তু ওয়ানডেতে তার সহকারী কে হচ্ছেন, সেটি এখনও জানায়নি বিসিবি।

নাজমুল টেস্ট ক্রিকেট দলের এক বছরের জন্য অধিনায়ক হিসেবে থাকছেন। লিটন দাস আগামী বছর টি-টোয়েন্টিতে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেয়েছেন। আসন্ন শ্রীলংকার সফর থেকেই শুরু হয়ে যাবে বাংলাদেশের তিন সংস্করণের তিন অধিনায়কের নতুন এক যাত্রা। লংকান সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। তিন সিরিজে দেখা যাবে তিন অধিনায়ককে।

এর আগে ২০২২ সালে বাংলাদেশ দলের তিন সংস্করণের তিনজন অধিনায়ক ছিলেন। ওই সময় টেস্ট ক্রিকেটে মুমিনুল হক সৌরভ, ওয়ানডে সংস্করণে তামিম ইকবাল এবং টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব ছিল মাহমুদউল্লাহ রিয়াদের কাছে।

মিরাজের জন্য নেতৃত্ব অবশ্য নতুন কোনো ঘটনা নয়। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই এ অভিজ্ঞতা হয়েছে তার। এ ছাড়া ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার। জাতীয় দলকেও এর আগে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে সেটি ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে। গত বছর নাজমুলের অনুপস্থিতিতে দুটি টেস্ট ও চারটি ওয়ানডেতে দলপতির দায়িত্ব পালন করেন মিরাজ। ওয়ানডেতে সবকটি ম্যাচ হেরেছে দল। তবে টেস্ট ম্যাচে একটিতে জিতেছিল বাংলাদেশ।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে যে কয়জনের অভিজ্ঞতা সবচেয়ে বেশি তাদেরই একজন মিরাজ। প্রায় আট বছর আগে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। এখন পর্যন্ত ১০৫টি ম্যাচ খেলেছেন টাইগারদের হয়ে। দুই সেঞ্চুরির ওপর দাঁড়িয়ে তিনি রান করেছেন ১৬১৭। নিয়েছেন ১১০ উইকেট। এ সংস্করণে অন্তত ১০০ উইকেট ও হাজার রান করা চতুর্থ বাংলাদেশি মিরাজ।

গত কয়েক মাসে পারফরম্যান্সে উন্নতি হয়েছে মিরাজের। আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে তার অবস্থান চার নম্বরে। কার্যত তার ওপরে আর কোনো বাংলাদেশি নেই।

আমারবাঙলাইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুর পৌরসভা-  প্রকৌশলীসহ ৩৯ জনকে দুদকে তলব 

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলীসহ কর্মকর্তা-কর্মচারীদের বির...

ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে দ্বিমুখী চিত্রে নগরবাসীর ক্ষোভ

চট্টগ্রাম নগরীর সড়কে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা বিরোধী অভিযান। একদিকে ট্রাফ...

ভিসা প্রতরণার নতুন কৌশল;ফেসবুকে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রতারণা 

নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রতা...

যশোরে তরুণদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ

সীমান্তবর্তী জেলা যশোরে আশঙ্কাজনকভাবে এইচআইভি সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গভীর উদ...

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলা, ১৮ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হাম...

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

কমিটি বাতিলের দাবিতে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর...

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলা

নরসিংদীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।...

বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে; 'না' বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "...

লাইফস্টাইল
বিনোদন
খেলা