জাতীয়
এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী

‘মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে চলেছে আ. লীগ’

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বলেছেন, ২৯ বছর যারা ক্ষমতায় ছিল তারা কি দিয়েছে এদেশের মানুষকে। তখন এদেশের মানুষের আকাশ ছিল কালো মেঘে ঢাকা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া শুরু হয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ কাজ করে চলেছে।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর রাজধানীর পুরানো বাণিজ্য মেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশে সরকারপ্রধান এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন আমরা করেছিলাম প্রথমবার সরকারে আসার পর থেকেই। আর বর্তমানে ক্ষমতায় থেকে মানুষের ভাগ্য পরিবর্তনে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরি করে ওয়াদা রক্ষা করেছে আওয়ামী লীগ সরকার।

মূলত সার্বিক উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে চলেছে এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা বা নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞায় সাময়িক সমস্যায় পড়েছে দেশ।

সব উন্নয়নই জনগণের জন্য। আমরা কাজ করে চলেছি। ঢাকা শহর বাইপাস করে যানবাহন চলে যাবে৷ এরফলে যানজট কমবে শহরে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, নিজের হাতে টোল দিয়ে আজ এখানে এক্সপ্রেসওয়ে দিয়ে সভা করতে এলাম৷ গত ১৪ বছরে যে উন্নয়ন হয়েছে দেশে; যার মাধ্যমে বিশ্বে মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ।

মহামারি করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হলে দেশে দারিদ্র্যের হার আরও কমতো৷ যুদ্ধের ধাক্কায় কিছুটা সাময়িক সমস্যা তৈরি হয়েছে দেশের অর্থনীতিতে। বাংলাদেশ এখন আলোর পথে যাত্রা শুরু করেছে৷ সেই অন্ধকার আর নেই৷ মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমাদের একমাত্র লক্ষ্য। মানুষকে আলোর পথে নিয়ে যাবো আমরাই৷

দেশের মানুষের শুধু বর্তমানই নয় ভবিষ্যৎও উজ্জ্বল করার কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার ৷ গণতান্ত্রিক স্থিতিশীলতা রয়েছে বলেই দেশের এত উন্নয়ন করা সম্ভব হয়েছে৷ অগণতান্ত্রিক ধারায় জন্ম নেয়া বিএনপি কোন গণতন্ত্র দেবে দেশকে এমন প্রশ্নও রাখেন শেখ হাসিনা।

অনেকে আন্দোলন-নিষেধাজ্ঞা দেখে ঘাবড়ে যান৷ ঘাবড়াবেন না মনে রাখবেন, এই মাটি আমাদের, নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না৷ ভয়কে জয় করেই এগিয়ে যেতে হবে৷ মেঘ দেখে করিসনে ভয়, আড়ালে তাঁর সূর্য্য হাসে৷ আত্মবিশ্বাস ধরে রেখে জনগণের জন্য কাজ করে যেতে হবে৷ উজান ঠেলেই এগিয়ে যাবে নৌকা বলেন শেখ হাসিনা।

এর আগে, বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ (উড়ালসড়ক) অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর উদ্বোধনী ফলক উন্মোচনের পর মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

আগামীকাল (রোববার ৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সর্বসাধারণের ব্যবহারের জন্য খুলে দেয়া হবে এ উড়ালসড়ক। এরপর এ সড়ক দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে কাওলা থেকে ফার্মগেটের তেজগাঁও আসতে সময় লাগবে মাত্র ১০ থেকে ১২ মিনিট।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

বিপৎসীমা ছাড়িয়ে গেছে তিস্তার পানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি আব...

ড. ইউনূসকে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে নই: রাশেদ খান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের সমালোচনা আমিও ক...

হাসপাতালে ভর্তির পর ডেঙ্গুতে এক দিনে ৫০% মৃত্যু

চলতি বছর দেশে প্রায় ৫০ শতাংশ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার...

কাতার ও ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের দোহায় অনুষ্ঠিত জরুরি আ...

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।...

সুপার ফোরে যেতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কাকে প্রায় হারিয়েই দিয়েছিল হংকং। জ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা