বিগত ২০১২ থেকে ২০২৪ পর্যন্ত স্বৈরাচারী সরকারের আমলে অন্যায় ভাবে চাকরিচ্যুত সকল বিজিবি সদস্যদের চাকরি পুনর্বহালসহ ৩ দফা দাবিতে বিজিবি সদর দপ্তরের সামনে দাবিতে মানববন্ধন করছেন চাকরিচ্যুত বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে তারা এই মানববন্ধন শুরু করেন।
এ সময় তারা বলেন, বিগত (আওয়ামী লীগ) সরকারের আমলে আমাদেরকে অন্যায় ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের প্রথম দাবি অন্যায় ভাবে চাকরিচ্যুত সকল বিজিবি সদস্যদের চাকরে পুনর্বহাল করতে হবে। দ্বিতীয় দাবি হল আমাদের শতভাগ পেনশন ও বেতন-ভাতা দিতে হবে।
বিজিবি ২০১০ যে অবৈধ আইন আছে, তা সংস্কার করতে হবে। এই কালো আইনের মাধ্যমে আমরা যারা এখানে আন্দোলন করছি আমাদের প্রত্যেককে অন্যায় ভাবে চাকরিচ্যুত করে বাড়িতে পাঠানো হয়েছে।
এদিন প্রায় ৪০-৫০ জন চাকরিচ্যুত বিজিবি সদস্যদের বিজিবি সদর দপ্তরের সামনে মানববন্ধন করতে দেখা যায়। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।
এই মানববন্ধনের কারণে বিজিবি সদর দপ্তরের সামনে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পোশাকে ও সাদা পোশাকে অবস্থান করতে দেখা গেছে।
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            