বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে পদত্যাগ করেছেন সদস্য অধ্যাপক সীমা জামান। রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করে তাঁকে কমিশনের সদস্যপদ থেকে অব্যাহতি দিয়েছেন বলে আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয় থেকে গত মঙ্গলবার এক প্রজ্ঞাপনে জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক সীমা জামান রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি পদত্যাগপত্র গত ১২ জানুয়ারি থেকে ভূতাপেক্ষভাবে গ্রহণ করে তাকে কমিশনের সদস্যপদ থেকে অব্যাহতি দেন।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে জানা যায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কমিশনের চেয়ারম্যান। কমিশনের সদস্য রয়েছেন ৯ জন। সীমা জামানের পদত্যাগে কমিশনে এখন সদস্য রইলেন ৮ জন।
অধ্যাপক সীমা জামান এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ছিলেন।
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            