জাতীয়

দুই ডেপুটি গভর্নরকে তাড়াতে ফের উত্তাল বাংলাদেশ ব্যাংক

আমার বাঙলা ডেস্ক

আওয়ামী লীগ সরকারের আমলের দুই ডেপুটি গভর্নর নূরুন নাহার ও হাবিবুর রহমান স্বপদে বহাল থাকায় অস্থিরতা বিরাজ করছে বাংলাদেশ ব্যাংকে।

রবিবার ৩০ তলা ভবনের সামনে তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। তারা বলছেন, দুই ডেপুটি গভর্নরসহ ব্যাংকের শীর্ষ পর্যায়ে পতিত আওয়ামী লীগ সরকারের দোসররা স্বপদে থাকায় আর্থিকখাতের সংস্কার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। নূরুন নাহার ও হাবিবুর রহমানকে পদত্যাগ করতে হবে। শীর্ষ পদ থেকে আওয়ামী দোসরদের সরাতে হবে।

বিক্ষোভে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম বলেন, গত ১৫ বছরে ব্যাংক খাতে যে অনিয়ম-দুর্নীতি হয়েছে, তা আমাদের সামনে হয়েছে। এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদের চেষ্টা করা হলে বদলিসহ বিভিন্নভাবে হেনেস্থা করা হয়েছে। ফলে যারা সৎ ও যোগ্য কর্মী তারা সঠিকভাবে কাজ করতে পারেননি। সরকারের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক ধ্বংস করে দেওয়া হয়েছে। এতে সহায়তা করেছে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ডেপুটি গভর্নররা।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের যে সংস্কার করতে চেয়েছি সেই কাঙ্ক্ষিত সংস্কার করতে পারছি না। কারণ আওয়ামী লীগ সরকারের আমলে যে যেখানে ছিল সেখানে থেকে তাদের কর্তৃত্ব অব্যাহত রেখেছে। তাই বিগত সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত দুই ডেপুটি গভর্নরকে অবিলম্বে অপসারণ করতে হবে। এ ছাড়া লুটেরাদের সহায়তাকারী কর্মকর্তাদের দ্রুত বদলি করতে হবে।

ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগের পরিচালক মো. বায়েজিদ সরকার বলেন, গত ৭ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন দাবি-দাওয়া দিয়েছিল। সেখানে আগের সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগের সবাইকে পর্যায়ক্রমে চলে যেতে হবে বলা হয়েছিল। তবে তা এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তাই গত ৭ আগস্টের সব দাবি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।

পরিসংখ্যান বিভাগের পরিচালক মো. আনিস উর রহমান বলেন, পরিবর্তিত সময়ে বিভিন্ন ব্যাংকে বোর্ড পুনর্গঠন করা হয়েছে। এসব বোর্ড থেকে এখন পর্যন্ত আশানুরূপ কোনো সংস্কার দেখতে পাইনি। কারণ এসব ব্যাংকে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা অনেকে স্বৈরাচার সরকারের দোষর ছিলেন। সেখান থেকেও তাদের অপসারণ করতে হবে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারে পতনের পর ৭ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভের মুখে তাৎক্ষণিক দুজন ডেপুটি গভর্নর, হেড অব বিএফআইইউ ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা পদত্যাগ করেন এবং বাকি দুজন ডেপুটি গভর্নর পরে পদত্যাগ করবেন মর্মে মৌখিকভাবে সম্মতি প্রদান করেন। ব্যাংককর্মীদের আন্দোলন চলাকালে কেন্দ্রীয় ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য শুধু ডেপুটি গভর্নর নুরুন নাহারকে পরবর্তী ডেপুটি গভর্নরদের নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন মর্মে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে তৎকালীন ইডি-১ (বর্তমান ডেপুটি গভর্নর) মো. জাকির হোসেন আন্দোলনকারীদের আশ্বস্ত করেন।

তবে নতুন গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পরপরই নুরুন নাহার ও হাবিবুর রহমানকে ডিজি হিসেবে বহাল রেখে দায়িত্ব বণ্টন করেন। তখন থেকেই ক্ষোভে ফুঁসছেন কর্মকর্তারা। দুই ডিজির পদত্যাগের দাবিতে বিভিন্ন সময় বিক্ষোভ ও গভর্নর বরাবর স্মারকলিপি দিয়ে আসছেন কর্মকর্তারা।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১২ডিসেম্বর, নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত

হাবিব আহম্মদ মোল্লা: নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার (১২...

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হ...

ফেসবুকে মালয়েশিয়ার স/ন্ত্রা/সী গোষ্ঠীর কার্যকলাপ প্রচারের দায়ে ১  বাংলাদেশির ১০ বছরের কারাদণ্ড।

মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া: কুয়ালালামপুর হাইকোর্টে শুক্রবার (১২ ডিসেম্বর...

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি গুলিবিদ্ধ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন গুল...

রাবিপ্রবিতে উচ্চশিক্ষার উন্নয়নে চ্যালেঞ্জ ও সম্ভাবনা" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সেন্টার ফর গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট -সিজিডি'র উদ্যোগে রাঙ্গামাটি বিজ্...

এনইউবিতে চীনা ভাষা ও সংস্কৃতি নিয়ে ‘চায়না আওয়ার’ অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে চীনা ভাষা ও স...

আরএনবি পূর্বাঞ্চলে একদিনে ৩০ সদস্যের বদলি

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পূর্বাঞ্চলে একদিনেই ৩০ জন সদস্যকে বদলি করা...

বিজিবির তৎপরতা দেখে বিপুল ইয়াবা ফেলে পালাল যুবক

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার...

অপরাধীদের গ্রেপ্তারে সীমান্তবর্তী এলাকায় বিজিবি'র জোরদার নজরদারি

মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় সর্বো...

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে ছকিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা