নিজস্ব প্রতিবেদক: ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার স্থগিত হওয়া সফর মে মাসের শুরুতে হতে পারে বলে আভাস দিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “উনাদের কিছু সমস্যার কারণে আপাতত স্থগিত হয়েছে (সফর)। কিন্তু আগামী মাসের প্রথম দিকেই রিশিডিউল হওয়ার কথা রয়েছে।”
ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানাতে আসছেন কি না, এ প্রশ্নের উত্তরে মাসুদ বিন মোমেন বলেন, “সেটি আমি বলতে পারব না।”
প্রসঙ্গত, এক দিনের সফরে শনিবার সকালে ঢাকায় আসার কথা ছিল বিনয় কোয়াত্রার। কিন্তু সফরের দুদিন আগে বৃহস্পতিবার তা স্থগিত হওয়ার খবর আসে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            