নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা অত্যন্ত দৃঢ় ছিলাম। আমরা ভেবে রেখেছিলাম যে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে না পারলে আমাদের মতো করে সিদ্ধান্ত নেব।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সফলভাবে ও সুষ্ঠুভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ।
ইসি আনিছ জানান, সাড়ে ৩টায় যদি শেষ ব্রিফ করতাম তাহলে তথ্য নিয়ে বিভ্রান্তি তৈরি হতো না। যদি কেউ চ্যালেঞ্জ করে তবে সেগুলো আমরা দেখাতে পারি। যারা সাদাকে কালো দেখেন, তারা কালোই দেখবেন।
তিনি আরও বলেন, প্রথমবারের মতো এবার প্রতি আসনে নির্বাচনী তদন্ত কমিটি সবকিছু বিবেচনার রেখে আইন অনুযায়ী কাজ করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটেরাও ভালো কাজ করেছেন। ইসি সচিব অত্যন্ত দক্ষ কর্মকর্তা। উনি কোনো বড় দপ্তরে হয়ত যাবেন এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছে।
নির্বাচন কমিশন সচিবালয় সচিবের সভাপতিত্বে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকা এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকা এর সকল কর্মকর্তা ও কর্মচারী ও আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) ও ইভিএম প্রকল্পের কর্মকর্তাগণকে উপস্থিত ছিলেন।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            